ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

বেনফিকাকে হারিয়ে সেমিফাইনালের পথে ইন্টার মিলান

১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের দেখা পেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এক সময় ইউরোপের ফুটবলে রাজত্ব করা ক্লাবটি হঠাৎই পিছিয়ে পড়েছিল। এবারও সিরি আ’য় তারা পথ হারিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে জয়রথ ধরে রেখেছে সাবেক শিরোপাধারীরা। অন্যদিকে, পর্তুগিজ ক্লাব বেনফিকারও ইতিহাস বেশ সমৃদ্ধ। সেই পরিসংখ্যান নিয়েই তারা ঘরের মাঠে আতিথ্য দেয় ইন্টার মিলানকে। কিন্তু সেসব পেছনে ফেলে স্বাগতিকদের বিপক্ষে ইন্টার ২-০ গোলে জয় পেয়েছে।

এদিন আগের ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু নিজের গোলস্কোরিং বজায় রেখেছেন। একইসঙ্গে গোল পেয়েছেন নিকোলো বারেল্লা। প্রথমার্ধ গোলশূন্য ড্র এবং জয়সূচক দুটি গোলই এসেছে বিরতির পর। পরবর্তী বুধবার ইন্টারের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাবে বেনফিকা।

বেনফিকার মাঠে দু’দলই লড়াই ছিল সমানে সমান। প্রথমার্ধে কেউই একক আধিপত্য বিস্তার করতে পারেনি। তাই ম্যাচের উত্তাপও ছিল অপেক্ষাকৃত কম। নিরুত্তাপ প্রথমার্ধে দু’দল মিলে ওই সময়ে মাত্র একটি শটই লক্ষ্যে নিতে পারে। কিছুটা গোছানো খেলা দিয়ে আধিপত্য বিস্তার করতে চাওয়া বেনফিকা সেই শট নেয়। কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি। একইসঙ্গে প্রতি আক্রমণ করলেও কোনো চেষ্টাই গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল না সফরকারী ইন্টারের।

dhakapost
গোলবারে প্রথম ডেডলক ভাঙেন ইন্টারের নিকোলো বারেল্লা 

দ্বিতীয়ার্ধের মাত্র ৬ মিনিটেই প্রথম ডেডলাইন ভাঙে ইন্টার। ৫১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির ক্রসে পাওয়া বল হেড দিয়ে জালে পাঠান নিকোলো বারেল্লা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বেনফিকা। কিন্তু ইন্টারের রক্ষণাত্মক মনোভাব তাদের চেষ্টাকে ব্যর্থ করে দেয়। ৫-৩-২ ফরমেশন দিয়ে গোল ঠেকানোই মূল লক্ষ্য হয়ে ওঠে।

কিন্তু স্বাগতিকা বেনফিকার গোলের মরিয়া চেষ্টার মাঝেও তারা উল্টো গোল খেয়ে বসে। তবে এতে অবদান আছে বেনফিকার জোয়াও মারিওর। হাত দিয়ে বল ঠেকিয়ে ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টির সুযোগ করে দেয় সফরকারীদের। সেখান থেকে সফল স্পট কিক নেন লুকাকু। তার সেই বলই ইন্টারের জয় নিশ্চিত করে দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

বেনফিকাকে হারিয়ে সেমিফাইনালের পথে ইন্টার মিলান

আপডেট সময় ১২:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের দেখা পেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এক সময় ইউরোপের ফুটবলে রাজত্ব করা ক্লাবটি হঠাৎই পিছিয়ে পড়েছিল। এবারও সিরি আ’য় তারা পথ হারিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে জয়রথ ধরে রেখেছে সাবেক শিরোপাধারীরা। অন্যদিকে, পর্তুগিজ ক্লাব বেনফিকারও ইতিহাস বেশ সমৃদ্ধ। সেই পরিসংখ্যান নিয়েই তারা ঘরের মাঠে আতিথ্য দেয় ইন্টার মিলানকে। কিন্তু সেসব পেছনে ফেলে স্বাগতিকদের বিপক্ষে ইন্টার ২-০ গোলে জয় পেয়েছে।

এদিন আগের ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু নিজের গোলস্কোরিং বজায় রেখেছেন। একইসঙ্গে গোল পেয়েছেন নিকোলো বারেল্লা। প্রথমার্ধ গোলশূন্য ড্র এবং জয়সূচক দুটি গোলই এসেছে বিরতির পর। পরবর্তী বুধবার ইন্টারের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাবে বেনফিকা।

বেনফিকার মাঠে দু’দলই লড়াই ছিল সমানে সমান। প্রথমার্ধে কেউই একক আধিপত্য বিস্তার করতে পারেনি। তাই ম্যাচের উত্তাপও ছিল অপেক্ষাকৃত কম। নিরুত্তাপ প্রথমার্ধে দু’দল মিলে ওই সময়ে মাত্র একটি শটই লক্ষ্যে নিতে পারে। কিছুটা গোছানো খেলা দিয়ে আধিপত্য বিস্তার করতে চাওয়া বেনফিকা সেই শট নেয়। কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি। একইসঙ্গে প্রতি আক্রমণ করলেও কোনো চেষ্টাই গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল না সফরকারী ইন্টারের।

dhakapost
গোলবারে প্রথম ডেডলক ভাঙেন ইন্টারের নিকোলো বারেল্লা 

দ্বিতীয়ার্ধের মাত্র ৬ মিনিটেই প্রথম ডেডলাইন ভাঙে ইন্টার। ৫১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির ক্রসে পাওয়া বল হেড দিয়ে জালে পাঠান নিকোলো বারেল্লা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বেনফিকা। কিন্তু ইন্টারের রক্ষণাত্মক মনোভাব তাদের চেষ্টাকে ব্যর্থ করে দেয়। ৫-৩-২ ফরমেশন দিয়ে গোল ঠেকানোই মূল লক্ষ্য হয়ে ওঠে।

কিন্তু স্বাগতিকা বেনফিকার গোলের মরিয়া চেষ্টার মাঝেও তারা উল্টো গোল খেয়ে বসে। তবে এতে অবদান আছে বেনফিকার জোয়াও মারিওর। হাত দিয়ে বল ঠেকিয়ে ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টির সুযোগ করে দেয় সফরকারীদের। সেখান থেকে সফল স্পট কিক নেন লুকাকু। তার সেই বলই ইন্টারের জয় নিশ্চিত করে দেয়।