ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফের ন্যু ক্যাম্পে মেসি মেসি রব, দশম মিনিটকেই বেছে নেওয়ার কারণ

খেলা হচ্ছে ন্যু ক্যাম্পে। মাঠে তো নেই, বার্সেলোনা শহর এমনকী স্পেন মুল্লুকেই নেই লিওনেল মেসি। কাতালান ক্লাব ছেড়েছেন তাও বছর দুয়েক আগে। তবুও যেন রোজ নিয়ম করে খেলা শুরুর মিনিট দশেক পর দর্শক সারিতে ‘মেসি মেসি’ রব উঠছে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের পর টানা দ্বিতীয় ম্যাচে গতকাল (সোমবার) ক্যাম্প ন্যুুতে মেসি মেসি ধ্বনিতে মাতল বার্সা সমর্থকরা। 

টানা দুই ম্যাচে নিজেদের মাঠে হতাশার রাত পার করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গত সপ্তাহে কোপা দেল রেতে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। সর্বশেষ সোমবার দিবাগত রাতে লা লিগায় ড্র করেছে জিরোনার সঙ্গে। যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, সেটি তারা কাজে লাগাতে পারেনি। অবশ্য দুটো ম্যাচেই ফলাফল ছাপিয়ে আলোচনায় মেসি।

এদিন ম্যাচের দশম মিনিটে ন্যু ক্যাম্পের দর্শক সারি থেকে মেসি মেসি রব ওঠে। আগের ম্যাচেও দশম মিনিটেই মেসির নামে গান ধরেছিল ভক্তরা। কেন ১০ মিনিটকেই বেছে নেওয়া, সেটি জানতে বিশেষজ্ঞ না হলেও চলবে। বার্সার প্রতীক হয়ে ওঠা মেসির জার্সি নম্বর ছিল ১০।

 

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে লিওনেল মেসির। চুক্তি নবায়ন নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। গুঞ্জন রয়েছে, পুরনো ক্লাব বার্সেলোনাতে ফেরার বিষয়েও। প্রিয় তারকাকে স্বাগত জানাতে নির্ঘুম প্রহর গুনছেন কাতালান ক্লাবটির সমর্থকরাও।

প্যারিসে যখন সময়টা ভালো যাচ্ছে না মেসির, অনেকেই পরামর্শ দিচ্ছেন ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। সে তালিকায় আছেন তার সাবেক সতীর্থ ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। মেসি যেন বার্সেলোনাতেই ফিরে আসেন এমনটাই চাইছেন অঁরি, ‘পার্ক দে প্রিন্সেসে দুয়োধ্বনি শোনা লজ্জাজনক। দল ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যার এ মৌসুমে ১৩টি গোল ও ১৩টি অ্যাসিস্ট রয়েছে, তার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমার পছন্দ, সে ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করুক।’

 

এদিকে, মেসিকে নিয়ে মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্টও। ক্যাম্প ন্যুয়ে মেসি মেসি ধ্বনি নিয়ে গাসপার্ট বলেন, ‘এটা তার প্রতি ভালোবাসার একটা প্রদর্শনী বলা যায়। প্যারিসে তাকে দুয়োধ্বনি দেওয়া হচ্ছে। এখানে আমরা ভালোবাসা দিচ্ছি।’

ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা মেসিকেই নিতে হবে জানিয়ে সাবেক এই বার্সা সভাপতি বলেন, সে যদি আর্থিক দিক বিবেচনা করে তাহলে অবশ্যই সে অনেক ভালো ভালো অফার পাবে। কিন্তু সে যদি মনের কথা শোনে কিংবা ভালোবাসা চায় তাহলে বার্সেলোনার বিকল্প কোনো জায়গা পৃথিবীতে আর নেই। হুয়ান গাসপার্ট বিশ্বাস করেন, যে ক্লাবের হয়ে উত্থান হয়েছে মেসি নামক এক ধ্রুবতারার, সে ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন তারকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

ফের ন্যু ক্যাম্পে মেসি মেসি রব, দশম মিনিটকেই বেছে নেওয়ার কারণ

আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

খেলা হচ্ছে ন্যু ক্যাম্পে। মাঠে তো নেই, বার্সেলোনা শহর এমনকী স্পেন মুল্লুকেই নেই লিওনেল মেসি। কাতালান ক্লাব ছেড়েছেন তাও বছর দুয়েক আগে। তবুও যেন রোজ নিয়ম করে খেলা শুরুর মিনিট দশেক পর দর্শক সারিতে ‘মেসি মেসি’ রব উঠছে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের পর টানা দ্বিতীয় ম্যাচে গতকাল (সোমবার) ক্যাম্প ন্যুুতে মেসি মেসি ধ্বনিতে মাতল বার্সা সমর্থকরা। 

টানা দুই ম্যাচে নিজেদের মাঠে হতাশার রাত পার করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গত সপ্তাহে কোপা দেল রেতে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। সর্বশেষ সোমবার দিবাগত রাতে লা লিগায় ড্র করেছে জিরোনার সঙ্গে। যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, সেটি তারা কাজে লাগাতে পারেনি। অবশ্য দুটো ম্যাচেই ফলাফল ছাপিয়ে আলোচনায় মেসি।

এদিন ম্যাচের দশম মিনিটে ন্যু ক্যাম্পের দর্শক সারি থেকে মেসি মেসি রব ওঠে। আগের ম্যাচেও দশম মিনিটেই মেসির নামে গান ধরেছিল ভক্তরা। কেন ১০ মিনিটকেই বেছে নেওয়া, সেটি জানতে বিশেষজ্ঞ না হলেও চলবে। বার্সার প্রতীক হয়ে ওঠা মেসির জার্সি নম্বর ছিল ১০।

 

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে লিওনেল মেসির। চুক্তি নবায়ন নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। গুঞ্জন রয়েছে, পুরনো ক্লাব বার্সেলোনাতে ফেরার বিষয়েও। প্রিয় তারকাকে স্বাগত জানাতে নির্ঘুম প্রহর গুনছেন কাতালান ক্লাবটির সমর্থকরাও।

প্যারিসে যখন সময়টা ভালো যাচ্ছে না মেসির, অনেকেই পরামর্শ দিচ্ছেন ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। সে তালিকায় আছেন তার সাবেক সতীর্থ ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। মেসি যেন বার্সেলোনাতেই ফিরে আসেন এমনটাই চাইছেন অঁরি, ‘পার্ক দে প্রিন্সেসে দুয়োধ্বনি শোনা লজ্জাজনক। দল ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যার এ মৌসুমে ১৩টি গোল ও ১৩টি অ্যাসিস্ট রয়েছে, তার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমার পছন্দ, সে ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করুক।’

 

এদিকে, মেসিকে নিয়ে মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্টও। ক্যাম্প ন্যুয়ে মেসি মেসি ধ্বনি নিয়ে গাসপার্ট বলেন, ‘এটা তার প্রতি ভালোবাসার একটা প্রদর্শনী বলা যায়। প্যারিসে তাকে দুয়োধ্বনি দেওয়া হচ্ছে। এখানে আমরা ভালোবাসা দিচ্ছি।’

ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা মেসিকেই নিতে হবে জানিয়ে সাবেক এই বার্সা সভাপতি বলেন, সে যদি আর্থিক দিক বিবেচনা করে তাহলে অবশ্যই সে অনেক ভালো ভালো অফার পাবে। কিন্তু সে যদি মনের কথা শোনে কিংবা ভালোবাসা চায় তাহলে বার্সেলোনার বিকল্প কোনো জায়গা পৃথিবীতে আর নেই। হুয়ান গাসপার্ট বিশ্বাস করেন, যে ক্লাবের হয়ে উত্থান হয়েছে মেসি নামক এক ধ্রুবতারার, সে ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন তারকা।