ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

মুস্তাফিজ ইস্যুতে দিল্লির ওপর চটলেন ওমর সানী

আইপিএলের ১৬তম আসর শুরু হয়েছে ১২ দিন আগে। বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের চলমান আসরে ইতোমধ্যে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও অপেক্ষার অবসান ঘটছে না বাংলাদেশি ক্রিকেটভক্তদের। ফ্র্যাঞ্চাইজি দলগুলোর স্কোয়াড ও ডাগআউটে সব রথি-মহারথির সমাহার বসেছে। তেমনি দিল্লির ডাগআউটও। ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং কিংবা হাল আমলে ক্রিকেটকে গুডবাই বলা আরেক বিশ্বজয়ী শেন ওয়াটসন। সবাই আছেন দিল্লিতে। তবে তাদের চেয়েও বাংলাদেশিদের আগ্রহের মূল কেন্দ্রে আছেন দলটিতে থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

বেশ তড়িঘড়ি করেই গত ১ এপ্রিল বাংলাদেশ থেকে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি মুস্তাফিজকে উড়িয়ে নিয়েছিল। ভাবটা ছিল এমন- সেদিন রাতেই অনুষ্ঠিত লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লির একাদশে থাকবেন তিনি। তবে ম্যাচ শুরু হওয়ার আগমুহূর্তে দেখা দেয় চমক। তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া মুস্তাফিজকে যে একাদশেই রাখা হয়নি। সেই ম্যাচে ৫০ রানে হেরে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি। কেবল সেই ম্যাচই নয়, টানা তিন ম্যাচে হারের একাদশ এমনকি ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও ছিলেন না এই কাটার মাস্টার।

যা নিয়ে ক্ষোভ ঝরেছে ডালিউডের এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানীর কণ্ঠে। মুস্তাফিজকে দিল্লির একাদশে না রাখায় অন্য অনেক ভক্তের মতো তিনিও হতাশা চেপে রাখেননি। এ নিয়ে সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি পোস্ট করেছেন সানী। সেখানে তিনি লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটার কিংবা বোলার হন কোন লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০ পারসেন্ট। এটা ওদের অহংকার যে বাঙালিদের আমরা বসিয়ে রেখেছি, নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’

তবে ওমর সানীর ক্রিকেটপ্রীতি নতুন কিছু নয়। যা তিনি জানাতেও ভুল করেননি, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারসহ আরও অনেককে খেলতে দেখেছি। এটি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা।’

বিভিন্ন ইস্যুতে সব সময়ই সরব থাকেন বাংলা সিনেমার এই তারকা। তার সেসব ফেসবুক পোস্ট দর্শক-শ্রোতাদের বেশ আগ্রহের সঙ্গেও নিতে দেখা যায়। হরহামেশা ওমর সানীর বিতর্কিত মন্তব্য তাই ভাইরাল হতেও দেরি হয়না। তবে মৌসুমিপতিকে এবারই প্রথম ক্রিকেট নিয়ে প্রতিবাদী হতে দেখা গেল!

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে নামার আগে মুস্তাফিজের ছবি পোস্ট করেছিল দিল্লি। যার ক্যাপশনে লেখা হয়, ‘প্রপার ম্যাচ ডে ভাইবস ফিচার ফিজি।’ তবে সেই ম্যাচেও একাদশে সুযোগ মিলেনি টাইগার পেসারের। দিল্লির এমন আচরণে দর্শকরা বিরক্তি প্রকাশ করেছেন। সেখানে দিল্লি বাংলাদেশি দর্শকদের ‘আবেগ নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেছেন অনেকেই। একজনের কমেন্ট ছিল এরকম, ‘দিল্লি ক্যাপিটাল বি লাইক: পেইজের রিচ বাড়ানো দরকার। যাই মুস্তাফিজের একটা পিক আপলোড দিয়ে আসি!’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

মুস্তাফিজ ইস্যুতে দিল্লির ওপর চটলেন ওমর সানী

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

আইপিএলের ১৬তম আসর শুরু হয়েছে ১২ দিন আগে। বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের চলমান আসরে ইতোমধ্যে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও অপেক্ষার অবসান ঘটছে না বাংলাদেশি ক্রিকেটভক্তদের। ফ্র্যাঞ্চাইজি দলগুলোর স্কোয়াড ও ডাগআউটে সব রথি-মহারথির সমাহার বসেছে। তেমনি দিল্লির ডাগআউটও। ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং কিংবা হাল আমলে ক্রিকেটকে গুডবাই বলা আরেক বিশ্বজয়ী শেন ওয়াটসন। সবাই আছেন দিল্লিতে। তবে তাদের চেয়েও বাংলাদেশিদের আগ্রহের মূল কেন্দ্রে আছেন দলটিতে থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

বেশ তড়িঘড়ি করেই গত ১ এপ্রিল বাংলাদেশ থেকে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি মুস্তাফিজকে উড়িয়ে নিয়েছিল। ভাবটা ছিল এমন- সেদিন রাতেই অনুষ্ঠিত লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লির একাদশে থাকবেন তিনি। তবে ম্যাচ শুরু হওয়ার আগমুহূর্তে দেখা দেয় চমক। তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া মুস্তাফিজকে যে একাদশেই রাখা হয়নি। সেই ম্যাচে ৫০ রানে হেরে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি। কেবল সেই ম্যাচই নয়, টানা তিন ম্যাচে হারের একাদশ এমনকি ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও ছিলেন না এই কাটার মাস্টার।

যা নিয়ে ক্ষোভ ঝরেছে ডালিউডের এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানীর কণ্ঠে। মুস্তাফিজকে দিল্লির একাদশে না রাখায় অন্য অনেক ভক্তের মতো তিনিও হতাশা চেপে রাখেননি। এ নিয়ে সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি পোস্ট করেছেন সানী। সেখানে তিনি লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটার কিংবা বোলার হন কোন লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০ পারসেন্ট। এটা ওদের অহংকার যে বাঙালিদের আমরা বসিয়ে রেখেছি, নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’

তবে ওমর সানীর ক্রিকেটপ্রীতি নতুন কিছু নয়। যা তিনি জানাতেও ভুল করেননি, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারসহ আরও অনেককে খেলতে দেখেছি। এটি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা।’

বিভিন্ন ইস্যুতে সব সময়ই সরব থাকেন বাংলা সিনেমার এই তারকা। তার সেসব ফেসবুক পোস্ট দর্শক-শ্রোতাদের বেশ আগ্রহের সঙ্গেও নিতে দেখা যায়। হরহামেশা ওমর সানীর বিতর্কিত মন্তব্য তাই ভাইরাল হতেও দেরি হয়না। তবে মৌসুমিপতিকে এবারই প্রথম ক্রিকেট নিয়ে প্রতিবাদী হতে দেখা গেল!

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে নামার আগে মুস্তাফিজের ছবি পোস্ট করেছিল দিল্লি। যার ক্যাপশনে লেখা হয়, ‘প্রপার ম্যাচ ডে ভাইবস ফিচার ফিজি।’ তবে সেই ম্যাচেও একাদশে সুযোগ মিলেনি টাইগার পেসারের। দিল্লির এমন আচরণে দর্শকরা বিরক্তি প্রকাশ করেছেন। সেখানে দিল্লি বাংলাদেশি দর্শকদের ‘আবেগ নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেছেন অনেকেই। একজনের কমেন্ট ছিল এরকম, ‘দিল্লি ক্যাপিটাল বি লাইক: পেইজের রিচ বাড়ানো দরকার। যাই মুস্তাফিজের একটা পিক আপলোড দিয়ে আসি!’