ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জার্মান কাপ থেকে ছিটকে গেল বায়ার্ন

এইতো কদিন আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কোচ জুলিয়ান নাগালসম্যানকে ছাটাই করে বায়ার্ন মিউনিখ। এরপর জার্মান জায়ান্ট ক্লাবটি আরেক আলোচিত কোচ থমাচ টুখেলকে নিয়োগ দেয়। টুখেলের বায়ার্ন অধ্যায়টাও ভালোই হয়েছিল। কিন্তু তার এক ম্যাচ পরেই বেশ বড়সড় ধাক্কা খেয়েছে ক্লাবটি। জার্মান কাপের কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হারিয়ে ফ্রেইবুর্ক তাদের লিগ থেকেই ছিটকে দিয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় টুখেলের শিষ্যরা কোয়ার্টার-ফাইনালে নামে। প্রথমার্ধে সমতা থাকলেও, ‍দ্বিতীয়ার্ধ সর্বোচ্চ শিরোপাধারীদের জন্য দুর্যোগ নিয়ে আসে। দেশের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে বায়ার্ন সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন।

এদিন ম্যাচের প্রথম লিড পেয়েছিল বায়ার্ন। ফরাসি ডিপেন্ডার দায়দ উপেমেকানোর হেডে তারা ১৯ মিনিটেই এগিয়ে যায়। এরপর পাল্ট ঝড় সামলাতে হয় জার্মান জায়ান্টদের। গোল শোধ করতে মরিয়া ফ্রেইবুর্ক মাত্র আট মিনিটের প্রচেষ্টাতেই সফল। জার্মান মিডফিল্ডার নিকোলাস হেফলার ২০ মিটার দূর থেকে বুলেট গতির শটে সমতা টানেন।

সেই সমতা নিয়ে কেবল প্রথমার্ধই নয়, পুরো ম্যাচই শেষ হওয়ার পথে এগোচ্ছিল। অতিরিক্ত সময়ের দিকে গড়াতেই বায়ার্নের ভুলে সুযোগ পেয়ে যায় ফ্রেইবুর্ক। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে সফল স্পট কিকে ফেভারিটদের বিদায় করে দেন জার্মান ফরোয়ার্ড লুকাস হুলা।

এর আগে সমতার দেয়াল ভাঙতে মরিয়া হয়ে লেগেছিলেন টমাস মুলার, এরিক-মাক্সিম চুপো মোটিং ও লেরয় সানেরা। কিন্তু শেষপর্যন্ত শেষ হাসি হাসে প্রতিপক্ষ। যা টুখেলের নতুন শুরুর পালে বিদায়ের হতাশা এনে দিয়েছে।

মাত্র তিনদিন আগেই মুদ্রার অন্যপিঠে ছিলেন টুখেল। গত শনিবার বায়ার্নের হয়ে তার অভিষেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করে বায়ার্ন। বায়ার্ন লিগে আবারও ফ্রেইবুর্কের মুখোমুখি হবে আগামী শনিবার। এর তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

জার্মান কাপ থেকে ছিটকে গেল বায়ার্ন

আপডেট সময় ০১:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

এইতো কদিন আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কোচ জুলিয়ান নাগালসম্যানকে ছাটাই করে বায়ার্ন মিউনিখ। এরপর জার্মান জায়ান্ট ক্লাবটি আরেক আলোচিত কোচ থমাচ টুখেলকে নিয়োগ দেয়। টুখেলের বায়ার্ন অধ্যায়টাও ভালোই হয়েছিল। কিন্তু তার এক ম্যাচ পরেই বেশ বড়সড় ধাক্কা খেয়েছে ক্লাবটি। জার্মান কাপের কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হারিয়ে ফ্রেইবুর্ক তাদের লিগ থেকেই ছিটকে দিয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় টুখেলের শিষ্যরা কোয়ার্টার-ফাইনালে নামে। প্রথমার্ধে সমতা থাকলেও, ‍দ্বিতীয়ার্ধ সর্বোচ্চ শিরোপাধারীদের জন্য দুর্যোগ নিয়ে আসে। দেশের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে বায়ার্ন সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন।

এদিন ম্যাচের প্রথম লিড পেয়েছিল বায়ার্ন। ফরাসি ডিপেন্ডার দায়দ উপেমেকানোর হেডে তারা ১৯ মিনিটেই এগিয়ে যায়। এরপর পাল্ট ঝড় সামলাতে হয় জার্মান জায়ান্টদের। গোল শোধ করতে মরিয়া ফ্রেইবুর্ক মাত্র আট মিনিটের প্রচেষ্টাতেই সফল। জার্মান মিডফিল্ডার নিকোলাস হেফলার ২০ মিটার দূর থেকে বুলেট গতির শটে সমতা টানেন।

সেই সমতা নিয়ে কেবল প্রথমার্ধই নয়, পুরো ম্যাচই শেষ হওয়ার পথে এগোচ্ছিল। অতিরিক্ত সময়ের দিকে গড়াতেই বায়ার্নের ভুলে সুযোগ পেয়ে যায় ফ্রেইবুর্ক। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে সফল স্পট কিকে ফেভারিটদের বিদায় করে দেন জার্মান ফরোয়ার্ড লুকাস হুলা।

এর আগে সমতার দেয়াল ভাঙতে মরিয়া হয়ে লেগেছিলেন টমাস মুলার, এরিক-মাক্সিম চুপো মোটিং ও লেরয় সানেরা। কিন্তু শেষপর্যন্ত শেষ হাসি হাসে প্রতিপক্ষ। যা টুখেলের নতুন শুরুর পালে বিদায়ের হতাশা এনে দিয়েছে।

মাত্র তিনদিন আগেই মুদ্রার অন্যপিঠে ছিলেন টুখেল। গত শনিবার বায়ার্নের হয়ে তার অভিষেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করে বায়ার্ন। বায়ার্ন লিগে আবারও ফ্রেইবুর্কের মুখোমুখি হবে আগামী শনিবার। এর তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে।