ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সরাসরি বিশ্বকাপে খেলার কাছাকাছি দক্ষিণ আফ্রিকা

শুক্রবার (৩১ মার্চ) দ্বিতীয়টি ওয়াডেতে প্রথমে ব্যাট করে ১৮৯ রানে গুটিয়ে যায় ডাচরা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান তেজা নিদামানুরু এবং ভিক্রমজিৎ সিং করেন ৪৫ রান। প্রোটিয়াদের হয়ে সিসান্দা মাগালা এবং তাবরিজ শামসি সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

পরবর্তীতে ১৯০ রানের সহজ লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ১২০ বল এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। আজ রান তাড়া করতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক বাভুমা। এই ডানহাতি ব্যাটসম্যান ৭৯ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে তৃতীয় উইকেটে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এইডেন মার্করাম। তিনি অপরাজিত ছিলেন ৫১ রানে।

এর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার কাজটা অনেকটাই সহজ করে দেয় নিউজিল্যান্ড। কিউইদের কাছে একইদিন সকালে শেষ ওয়ানডেতে হারায় বাছাই পর্বের বাধা টপকে বিশ্বকাপের মূল পর্বে আসতে হবে লঙ্কানদের। ইতোমধ্যে স্বাগতিক ভারতসহ ৭ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মধ্যে চলছিল লড়াই। চতুর্মুখী সেই লড়াই থেকে শ্রীলঙ্কা ছিটকে গেছে। কোনো ম্যাচ বাকি না থাকায় ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যও নিজেদের হাতে নেই।

মোটা দাগে এখন লড়াইয়ে টিকে আছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। তবে রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নিলে ও মে মাসে আইরিশরা বাংলাদেশকে ধবলধোলাই করতে না পারলে অষ্টম দল হিসেবে বাভুমা–মিলাররাই ভারতের টিকিট পেয়ে যাবেন।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৬.১ ওভারে ১৮৯ (নিদামানুরু ৪৮, বিক্রমজিৎ ৪৫, ও’ডাউড ১৮; শামসি ৩/২৫, মাগালা ৩/৩৭, নরকিয়া ২/২৪)

দক্ষিণ আফ্রিকা : ৩০ ওভারে ১৯০/২ (বাভুমা ৯০*, মার্করাম ৫১*, ডুসেন ৩১; আরিয়ান ১/৩০, ক্লাসেন ১/৫৮, মিকেরেন ০/২৬)

ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : সিসান্দা মাগালা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

সরাসরি বিশ্বকাপে খেলার কাছাকাছি দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ১২:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

শুক্রবার (৩১ মার্চ) দ্বিতীয়টি ওয়াডেতে প্রথমে ব্যাট করে ১৮৯ রানে গুটিয়ে যায় ডাচরা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান তেজা নিদামানুরু এবং ভিক্রমজিৎ সিং করেন ৪৫ রান। প্রোটিয়াদের হয়ে সিসান্দা মাগালা এবং তাবরিজ শামসি সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

পরবর্তীতে ১৯০ রানের সহজ লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ১২০ বল এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। আজ রান তাড়া করতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক বাভুমা। এই ডানহাতি ব্যাটসম্যান ৭৯ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে তৃতীয় উইকেটে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এইডেন মার্করাম। তিনি অপরাজিত ছিলেন ৫১ রানে।

এর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার কাজটা অনেকটাই সহজ করে দেয় নিউজিল্যান্ড। কিউইদের কাছে একইদিন সকালে শেষ ওয়ানডেতে হারায় বাছাই পর্বের বাধা টপকে বিশ্বকাপের মূল পর্বে আসতে হবে লঙ্কানদের। ইতোমধ্যে স্বাগতিক ভারতসহ ৭ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মধ্যে চলছিল লড়াই। চতুর্মুখী সেই লড়াই থেকে শ্রীলঙ্কা ছিটকে গেছে। কোনো ম্যাচ বাকি না থাকায় ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যও নিজেদের হাতে নেই।

মোটা দাগে এখন লড়াইয়ে টিকে আছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। তবে রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নিলে ও মে মাসে আইরিশরা বাংলাদেশকে ধবলধোলাই করতে না পারলে অষ্টম দল হিসেবে বাভুমা–মিলাররাই ভারতের টিকিট পেয়ে যাবেন।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৬.১ ওভারে ১৮৯ (নিদামানুরু ৪৮, বিক্রমজিৎ ৪৫, ও’ডাউড ১৮; শামসি ৩/২৫, মাগালা ৩/৩৭, নরকিয়া ২/২৪)

দক্ষিণ আফ্রিকা : ৩০ ওভারে ১৯০/২ (বাভুমা ৯০*, মার্করাম ৫১*, ডুসেন ৩১; আরিয়ান ১/৩০, ক্লাসেন ১/৫৮, মিকেরেন ০/২৬)

ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : সিসান্দা মাগালা