রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি জুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রনে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লালবাগ ও হাজারীবাগ থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আজ দুপুর ১২ টা ১২ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
” দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন নিয়ন্ত্রনে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৮ মিনিটের সময় কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি রপ্তানীমূখি জুতা তৈরীর কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লালবাগ থেকে দুইটি ও হাজারীবাগ থেকে আরও দুটি ইউনিট-সহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে চার ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার দুপুর ১২ টা ১২ মিনিটের সময় ওই লাগা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তিনি জানান, আজ দুপুর ১ টা ২৩ মিনিটের সময় সম্পূর্ণ আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিস। কারখানাটি ছিল একটি টিন সেডের। হতাহতের কোনো সংবাদ নেই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমান কত সেটা তদন্ত সাপেক্ষে রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এদিকে, ডিএমপির কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ছোট একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্হলে পৌঁছে ওই লাগা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ওসি জানান, তবে, অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।