আজ বুধবার দুপুর আড়াইটায় আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আজ সকাল ১১ টা ২১ মিনিটে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
বাফুফে মাধ্যমে গতকাল জানা গিয়েছিল, বাংলাদেশে আসার ব্যাপারে আর্জেন্টিনা আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। ফিফার জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ। এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাফুফে আর্জেন্টিনার সফর নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানোর কথা ছিল। গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের মধ্যে এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সংবাদ সম্মেলনের মাত্র ৩ ঘন্টা আগে এটি স্থগিত হওয়ায় খানিকটা ধুম্রজালের মধ্যে রয়েছে ফুটবলাঙ্গন।
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া।