ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভিয়ারিয়ালের কাছে হেরে বার্সাকে সুযোগ করে দিলো রিয়াল

লা লিগায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পয়েন্ট সমান, তবে গোল ব্যবধানে কাতালানরা আছে লিগের শীর্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটা রোববার রাতে। তাই গত রাতে ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও লা সেরামিকা থেকে জিতে ফিরতে পারলে রিয়াল মাদ্রিদই চলে যেত লা লিগার শীর্ষে। কোচ কার্লো অ্যানচেলত্তির দল সেখানে কি-না হেরেই বসেছে ২-১ গোলে! তাতে নিজেদের সুযোগটা তো রিয়াল হেলায় হারিয়েছেই, বার্সাকে এককভাবে লিগের শীর্ষে উঠে যাওয়ার সুযোগও দিয়ে বসেছে দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইয়েরেমি পিনোর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে এর কিছু পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়ে যায় দলটি। আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথ নিজেদের বক্সে বলে হাত দিয়ে পেনাল্টি দিয়ে বসেন প্রতিপক্ষকে। কারিম বেনজেমার কল্যাণে স্কোরলাইনটা ১-১ করে বসে রিয়াল।

সেই এক গোলই আর শোধ করতে পারেনি সফরকারীরা। ফলে ভিয়ারিয়াল তুলে নেয় ২-১ গোলের জয়। হারের কবলে পড়া রিয়াল রয়ে যায় লিগের দ্বিতীয় স্থানে, ম্যাচের সেরা দল ভিয়ারিয়াল চলে আসে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে। রিয়ালের এই হার বার্সার সামনে বড় সুযোগই এনে দিয়েছে। আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিতে পারলেই যে কোচ জাভি হার্নান্দেজের দল চলে যাবে লিগের শীর্ষে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় অভিযান চালানোর শঙ্কা

ভিয়ারিয়ালের কাছে হেরে বার্সাকে সুযোগ করে দিলো রিয়াল

আপডেট সময় ১২:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

লা লিগায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পয়েন্ট সমান, তবে গোল ব্যবধানে কাতালানরা আছে লিগের শীর্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটা রোববার রাতে। তাই গত রাতে ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও লা সেরামিকা থেকে জিতে ফিরতে পারলে রিয়াল মাদ্রিদই চলে যেত লা লিগার শীর্ষে। কোচ কার্লো অ্যানচেলত্তির দল সেখানে কি-না হেরেই বসেছে ২-১ গোলে! তাতে নিজেদের সুযোগটা তো রিয়াল হেলায় হারিয়েছেই, বার্সাকে এককভাবে লিগের শীর্ষে উঠে যাওয়ার সুযোগও দিয়ে বসেছে দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইয়েরেমি পিনোর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে এর কিছু পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়ে যায় দলটি। আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথ নিজেদের বক্সে বলে হাত দিয়ে পেনাল্টি দিয়ে বসেন প্রতিপক্ষকে। কারিম বেনজেমার কল্যাণে স্কোরলাইনটা ১-১ করে বসে রিয়াল।

সেই এক গোলই আর শোধ করতে পারেনি সফরকারীরা। ফলে ভিয়ারিয়াল তুলে নেয় ২-১ গোলের জয়। হারের কবলে পড়া রিয়াল রয়ে যায় লিগের দ্বিতীয় স্থানে, ম্যাচের সেরা দল ভিয়ারিয়াল চলে আসে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে। রিয়ালের এই হার বার্সার সামনে বড় সুযোগই এনে দিয়েছে। আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিতে পারলেই যে কোচ জাভি হার্নান্দেজের দল চলে যাবে লিগের শীর্ষে!