বরগুনায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে, কবির ও কালাম নামের দুই ব্যাক্তির বিরুদ্ধে। শুক্রবার (৬ জানুয়ারী ২০২৩ ইং) দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে আহত চিকিৎসাধীন ভুক্তভোগী মনি আক্তার বরগুনা সদর উপজেলার, ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের, পালের বালিয়াতলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ শহীদের স্ত্রী। অভিযুক্ত কবির ও কালাম একই ইউনিয়নের মৃত্যুর কাদের হাওলাদারের ছেলে। হাসপাতাল বেডে আহত মনি আক্তার জানায় তার স্বামীর বিদেশ থেকে পাঠানো চার লক্ষ টাকা, ও তার বাবা আব্দুর রশিদ বিশ্বাসের দেয়া দুই লক্ষ টাকা, জমি কবলা দেয়ার কথা বলে নেয় অভিযুক্ত কবির ও কালাম। উক্ত জমি না দিয়ে একপর্যায়ে ঘুরাতে থাকে। পাওনা টাকা চাইতে গেলে, পূর্ব পরিকল্পিতভাবে তার বাবার সবজির বাগানে ছাগল ছেড়ে দেয় অভিযুক্তরা।
ছাগল তাড়িয়ে দেয়ার সময় অভিযুক্তরা অহেতুক তর্কে লিপ্ত হয়ে এলোপাথাড়ি কিল ,ঘুষি লাথি মারে ও পিটিয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত করে মনি আক্তার কে। তার অবস্থা গুরুতর দেখে স্থানীয়রা তাৎক্ষনিক বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মনি আক্তার প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন। এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, থানায় এখনো কোন অভিযোগ আসেনি, আসলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।