বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজ আজ বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। সাবেক এই তারকা ওয়েস্ট ইন্ডিয়ানের কোচিংয়ে বাংলাদেশ ১৯৯৭ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে সম্মাননা নাগরিকত্ব দিয়েছে।
গর্ডন গ্রিনিজ বাংলাদেশে এসেছেন এবার বিশেষ এক কাজে। সাবেক জাতীয় ক্রিকেটার ইউসুফ রহমান বাবুর ক্রিকেট নিয়ে গ্রন্থ উন্মোচন করবেন। ইউসুফ রহমান বাবু গর্ডনের সফর সম্পর্কে বলেন, ‘গর্ডন আমার গ্রন্থ উন্মোচনে উপস্থিত থাকবেন। ঢাকা লিট ফেস্টে আশা করি ভালো সময় কাটবে তার।’ ইউসুফ রহমান বাবুর গ্রন্থ উন্মোচনে গ্রিনিজের সঙ্গে থাকবেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজাও।
ইউসুফ রহমান বাবুও বাংলাদেশের ক্রিকেটের এক মহীরুহ। তার ব্যাটেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এসেছিল। তিনি দীর্ঘকাল ধরে আমেরিকায় প্রবাস জীবনযাপন করছেন। ঢাকা বিশ্বববিদ্যালয়ের ব্লু ইউসুফ বাবু ২০০১ সালে প্রথম গ্রন্থ ‘সেন্টিমেন্টাল জার্নি’ প্রকাশ করেন। তার নতুন বইয়ের নাম ‘আই অন দ্য বল’।