বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের জনযোদ্ধাদের সংগ্রামী মুক্তিযুদ্ধের অপ্রকাশিত তথ্য সামগ্রী নিয়ে স্বাধীনতা ৭১ মুক্তিযুদ্ধে জনযোদ্ধা নামক একটি গবেষনা গ্রন্থ লেখা সম্পন্ন করেছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আবদুর রউফ, বীর বিক্রম।
তার প্রকাশিত বইয়ে তৃণমূলের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বিভিন্ন অপ্রকাশিত তথ্য স্মৃতিচারণা তুলে ধরা হয়েছে। যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র নতুন প্রজন্মের কাছে সবিস্তারে সহজবোধ্যভাবে উপস্থান করা হয়েছে। বইটি খুব শিগগিরই ইংরেজিসহ আরো বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন নামকরা বই মেলা ও বিভিন্ন দেশের খ্যাতনামা লাইব্রেরীতে গবেষনা সহযোগী হিসেবে পাঠানোর আয়োজন চলছে।
এর বিষয়ে আরো বেশ কয়েকজন বিখ্যাত লেখক প্রকাশক ও গবেষকরা কাজ করছেন। যার মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সংগ্রামী ইতিহাসকে মাঠের বীর যোদ্ধাদের জবানিতে সত্য তথ্য হিসেবে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবদুর রউফ, বীর বিক্রম। বইয়ে প্রকাশিত তথ্যগুলোকে জীবন্ত হিসেবে তুলে ধরতে ভিজ্যুয়াল ডকুমেন্টারী নির্মাণেরও কাজ চলছে।
যেখানে জনযোদ্ধাদের জবানিতেই নতুন প্রজন্ম ও বিদেশীরা জানবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরিকল্পনা অংস হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরীতেও বইটির প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রকাশনা সংস্থার কর্ণধার স্টুডেন্ট ওয়েজের স্বত্বাধিকারী মাশফিক উল্লাহ তন্ময়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ওয়াকার হাসান, বীর প্রতীক, পিএসসি, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, বীর প্রতীকসহ অনেকে।