সুযোগ ছিল ২৪ বছর বয়সেই দুটো বিশ্বকাপ জিতে ফেলার। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপটা একটুর জন্য রাঙানো হল না ফরাসি তারকার। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক ও গোল্ডেন বুট জিতেও ট্রফি না পাওয়ার আক্ষেপ নিয়েই বিশ্ব আসর শেষ করলেন এমবাপে। দেশে ফেরার পরের দিনই যোগ দিলেন পিএসজির চিরচেনা ক্যাম্পে।
বিশ্বকাপ উপলক্ষ্যে গত মাসটা ব্যস্ততায় কেটেছে ফুটবলারদের। তবে এমন ব্যস্ত সময়ের পরেও ছুটি নিলেন না এমবাপে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে যোগ দিয়েছেন ক্যাম্পে। বুধবার রাতে দলের সঙ্গে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে পিএসজির অফিশিয়াল ফেসবুক পেজ।
মঙ্গলবার ভোররাতে দোহা থেকে প্যারিসে ফেরে ফ্রান্স দল। ট্রফি না জিতলেও এমবাপেদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। পরের দিনই অর্থাৎ বুধবার সকালে পিএসজি ক্যাম্পাসে হাজির হয়ে যান তিনি। ক্লাব কর্তৃপক্ষ রাজি ছিলেন তাকে কয়েক দিনের ছুটি দিতে। এমবাপে নিজেই নাকি রাজি হননি। ফলে ২৮ ডিসেম্বর রাতে স্ত্রাসবুর্গের বিরুদ্ধে তাকে নামতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ এখনও জেতেনি পিএসজি। এক বার হারতে হয়েছে ফাইনালে। সেই ট্রফি জেতার জন্য মরিয়া এমবাপে। তবে এবার শেষ ষোলোয় তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, যা নিঃসন্দেহে কঠিন লড়াই। লা লিগার খেতাব হয়তো পিএসজির দখলেই যাবে। এ বারের লিগে ১৩টি ম্যাচ জিতেছে দলটি, ড্র হয়েছে ২ ম্যাচে। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৫ পয়েন্ট এগিয়ে এমবাপে-মেসিরা।