দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। আজ থেকে ৫১ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বাঙালী জাতির বীরত্ব গাঁথার ইতিহাস রচিত হয়েছিল যার মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে ছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র।
তাই বিজয়ের এর মাহেন্দ্র ক্ষণকে স্মরণীয় করে রাখতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন গভীর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার সূর্য সন্তানদের। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ০৮:০০ ঘটিকার সময় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়। এতে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্তুজা হাসান চেয়ারম্যান আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ। শফিকুল ইসলাম উপজেলা ভুমি কর্মকর্তা আজমিরীগঞ্জ। বনি আমিন খান কৃষি কর্মকর্তা আজমিরীগঞ্জ। মাসুক আলী অফিসার ইনচার্জ (ওসি) আজমিরীগঞ্জ থানা। সীমা রানী সরকার মহিলা ভাইস চেয়ারম্যান আজমিরীগঞ্জ। বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেএীবৃন্দ ও সাংবাদিকগণ প্রমুখ।