ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পানির ট্যাঙ্কিতে অপবিত্র কিছু পড়লে যা করবেন

শহরের বাসা-বাড়িতে পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্কির ব্যবহার করা হয়। গ্রাম মফস্বলেও অনেক জায়গায় এখন ট্যাঙ্কিতেই পানি সংরক্ষণ করা হয়। দেশের অনেক মসজিদেও মুসল্লিদের অজুর সুবিধার্থে বড় বড় হাউজে পানি সংরক্ষণ করা হয়। এতে অনেকেই একসাথে সহজেই অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারেন।

এসব পানির ট্যাঙ্কি ও হাউজে অনেক সময় পশু-পাখির বিষ্ঠা বা অপবিত্র কোনও বস্তু পড়ে যায়। হাউজ ও ট্যাঙ্কিগুলোতে যেহেতু অনেক পানি থাকে তাই অপবিত্র বস্তু পড়ার কারণে পুরো পানি নাপাক হবে নাকি নাপাক বস্তু পড়ার পরেও পানি ব্যবহারের কোনও সুযোগ থেকে যায়- শরিয়তের সঠিক সমাধান জানা না থাকলে এনিয়ে অনেকেই সন্দেহে পড়ে যান।

তবে যদি পানির রঙ, স্বাদ ও গন্ধে পরিবর্তন আসে তাহলে পানি নাপাক হয়ে যাবে। তখন ট্যাঙ্ক বা হাউজে থাকা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। নাপাক বস্তু পড়ার কারণে ট্যাঙ্ক ও হাউজের পুরো পানি বের করে পরিষ্কার করতে হবে।

আলেমরা বলেন, এক্ষেত্রে ট্যাঙ্কের পানি পাক-পবিত্র করার দুটি পদ্ধতি রয়েছে, ১. ট্যাঙ্কের ভেতরের সব পানি বের করে ফেলা। ২. পাইপ বা নলের মাধ্যমে পানি প্রবাহিত করে দেওয়া। এভাবে পুরো নাপাক পানি বের করে ফেলতে হবে। (ফাতাওয়া শামি: ১/১৯৫; আহসানুল ফাতাওয়া: ২/৪৯; আলাতে জাদিদা কি শারঈ আহকাম: ১৯৬)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানির ট্যাঙ্কিতে অপবিত্র কিছু পড়লে যা করবেন

আপডেট সময় ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

শহরের বাসা-বাড়িতে পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্কির ব্যবহার করা হয়। গ্রাম মফস্বলেও অনেক জায়গায় এখন ট্যাঙ্কিতেই পানি সংরক্ষণ করা হয়। দেশের অনেক মসজিদেও মুসল্লিদের অজুর সুবিধার্থে বড় বড় হাউজে পানি সংরক্ষণ করা হয়। এতে অনেকেই একসাথে সহজেই অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারেন।

এসব পানির ট্যাঙ্কি ও হাউজে অনেক সময় পশু-পাখির বিষ্ঠা বা অপবিত্র কোনও বস্তু পড়ে যায়। হাউজ ও ট্যাঙ্কিগুলোতে যেহেতু অনেক পানি থাকে তাই অপবিত্র বস্তু পড়ার কারণে পুরো পানি নাপাক হবে নাকি নাপাক বস্তু পড়ার পরেও পানি ব্যবহারের কোনও সুযোগ থেকে যায়- শরিয়তের সঠিক সমাধান জানা না থাকলে এনিয়ে অনেকেই সন্দেহে পড়ে যান।

তবে যদি পানির রঙ, স্বাদ ও গন্ধে পরিবর্তন আসে তাহলে পানি নাপাক হয়ে যাবে। তখন ট্যাঙ্ক বা হাউজে থাকা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। নাপাক বস্তু পড়ার কারণে ট্যাঙ্ক ও হাউজের পুরো পানি বের করে পরিষ্কার করতে হবে।

আলেমরা বলেন, এক্ষেত্রে ট্যাঙ্কের পানি পাক-পবিত্র করার দুটি পদ্ধতি রয়েছে, ১. ট্যাঙ্কের ভেতরের সব পানি বের করে ফেলা। ২. পাইপ বা নলের মাধ্যমে পানি প্রবাহিত করে দেওয়া। এভাবে পুরো নাপাক পানি বের করে ফেলতে হবে। (ফাতাওয়া শামি: ১/১৯৫; আহসানুল ফাতাওয়া: ২/৪৯; আলাতে জাদিদা কি শারঈ আহকাম: ১৯৬)