ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩১১ বোতল ফেনসিডিলসহ শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলেজ শিক্ষক জসিমের সিন্ডিকেটের অবৈধ ঔষধ ও চোরাই মোবাইলের রমরমা বাণিজ্য !! বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য : নাহিদ ইসলাম চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে বরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন নেতানিয়াহু পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ধামরাইয়ে ১৯৬ মন্ডপে শারদীয় দুর্গোৎসব

বিশ্বকাপ ফুটবল বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির সুযোগ: আমিরাতের অর্থমন্ত্রী

ইনভেস্টোপিয়া ফিউচার অব স্পোর্টস সম্মেলনে এসব কথা বলেন কাতারের অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বকাপ ও এক্সপো ২০২০-এর মতো বড় প্রতিযোগিতা মানুষকে এক কাতারে নিয়ে আসার পাশাপাশি মধ্যপ্রাচ্যকে ইতিবাচক আলোয় দেখাতে পারে। তিনি বলেন, ‘ক্রীড়ায় বিনিয়োগ করলে পর্যটন বৃদ্ধির পাশাপাশি নতুন প্রতিভার সন্ধান পাওয়া যায়। কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অবকাঠামো গড়ে ওঠে। ক্রীড়া প্রতিযোগিতার যে এ ধরনের সম্ভাবনা থাকে, তা দেখে আমরা আনন্দিত।’

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০২৩ সালে তা দাঁড়াতে পারে ৭ শতাংশ। গত দুই বছরে আরব আমিরাতে বেশ কিছু অর্থনৈতিক সংস্কার হয়েছে, যেমন ভিসা সংস্কার ও শতভাগ বিদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ার সুযোগ। এসবের বদৌলতে গত দুই বছরে আরব আমিরাত অর্থনৈতিকভাবে ভালো করেছে।

এদিকে আগামী ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলে ৪৮টি দল অংশ নেবে। ফলে আরব আমিরাতের মতো দেশ মনে করছে, সেবার তারা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। পাশাপাশি ভারত ও চীনের মতো দেশও খেলার সুযোগ পেতে পারে।

বিষয়টি হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের অর্থের অভাব নেই। তারা ক্রীড়া উন্নয়নে বিনিয়োগ করতে মুখিয়ে আছে। ইতিমধ্যে লা লিগার সঙ্গে আরব আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশনের চুক্তি হয়েছে। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এই চুক্তির আওতায় আরব আমিরাতের অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ফুটবলারদের প্রশিক্ষণ দেবে।

এদিকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা দুবাইয়ে আন্তর্জাতিক মানের থিম পার্ক চালু করবে। এ ছাড়া এশিয়ার দেশের বিনিয়োগকারীরা এখন ইউরোপের বিভিন্ন ক্লাবে বিনিয়োগ করছেন।

বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সঙ্গে ইউরোপের ফুটবল ক্লাব ও সংস্থার যে সংযোগ স্থাপিত হচ্ছে, তার হাত ধরে ফুটবলের আরও বিশ্বায়ন হবে। ফুটবল আরও ছড়িয়ে পড়বে। ফলে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে ৪৮ দলকে খেলার সুযোগ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা ফুটবলের বিশ্বায়নের পালে আরও হাওয়া দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

বিশ্বকাপ ফুটবল বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির সুযোগ: আমিরাতের অর্থমন্ত্রী

আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

ইনভেস্টোপিয়া ফিউচার অব স্পোর্টস সম্মেলনে এসব কথা বলেন কাতারের অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বকাপ ও এক্সপো ২০২০-এর মতো বড় প্রতিযোগিতা মানুষকে এক কাতারে নিয়ে আসার পাশাপাশি মধ্যপ্রাচ্যকে ইতিবাচক আলোয় দেখাতে পারে। তিনি বলেন, ‘ক্রীড়ায় বিনিয়োগ করলে পর্যটন বৃদ্ধির পাশাপাশি নতুন প্রতিভার সন্ধান পাওয়া যায়। কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অবকাঠামো গড়ে ওঠে। ক্রীড়া প্রতিযোগিতার যে এ ধরনের সম্ভাবনা থাকে, তা দেখে আমরা আনন্দিত।’

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০২৩ সালে তা দাঁড়াতে পারে ৭ শতাংশ। গত দুই বছরে আরব আমিরাতে বেশ কিছু অর্থনৈতিক সংস্কার হয়েছে, যেমন ভিসা সংস্কার ও শতভাগ বিদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ার সুযোগ। এসবের বদৌলতে গত দুই বছরে আরব আমিরাত অর্থনৈতিকভাবে ভালো করেছে।

এদিকে আগামী ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলে ৪৮টি দল অংশ নেবে। ফলে আরব আমিরাতের মতো দেশ মনে করছে, সেবার তারা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। পাশাপাশি ভারত ও চীনের মতো দেশও খেলার সুযোগ পেতে পারে।

বিষয়টি হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের অর্থের অভাব নেই। তারা ক্রীড়া উন্নয়নে বিনিয়োগ করতে মুখিয়ে আছে। ইতিমধ্যে লা লিগার সঙ্গে আরব আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশনের চুক্তি হয়েছে। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এই চুক্তির আওতায় আরব আমিরাতের অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ফুটবলারদের প্রশিক্ষণ দেবে।

এদিকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা দুবাইয়ে আন্তর্জাতিক মানের থিম পার্ক চালু করবে। এ ছাড়া এশিয়ার দেশের বিনিয়োগকারীরা এখন ইউরোপের বিভিন্ন ক্লাবে বিনিয়োগ করছেন।

বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সঙ্গে ইউরোপের ফুটবল ক্লাব ও সংস্থার যে সংযোগ স্থাপিত হচ্ছে, তার হাত ধরে ফুটবলের আরও বিশ্বায়ন হবে। ফুটবল আরও ছড়িয়ে পড়বে। ফলে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে ৪৮ দলকে খেলার সুযোগ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা ফুটবলের বিশ্বায়নের পালে আরও হাওয়া দেবে।