রাজধানীর গোলাপবাগ মাঠে হচ্ছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। আর এই সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিকআপ ভ্যানসহ সাঁজোয়া যান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় এমনটাই দেখা গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, গোলাপবাগ মাঠ সহ এর আশপাশের এলাকায় মোতায়েনের রয়েছে পর্যাপ্ত পুলিশ। এছাড়া র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, রাজধানীতে বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার কোনো তথ্য নেই। যদি কেউ নাশকতা কিংবা জানমালের ক্ষতি করতে চায় পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার বলেন, গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই।