ভোলার বোরহানউদ্দিন উপজেলা দেউলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আঃ জলিলের (৪৫) বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ ইং তারিখে মোঃ জসিম(৩৫) পিতা মৃত আবদুর রশিদ সাং চর আলকি,৬ নং ওয়ার্ড। ত্রিশ বছর ধরে ভোগ করা জমি রাতের আঁধারে একই এলাকার আঃ জলিল (৪৫) সহ ৪-৫ জন মিলে গাছ কেটে জমি দখল করার পায়তারা করে। মোঃ জসিম সকালে উঠে তার জমির কাছে গেলে, দেখতে পায় কাঠ গাছ, সুপারি গাছ, সহ ৫-৬ টি গাছ কেটে পেলেছে, এমনটাই জানান মোঃ জসিম।
তিনি আরও বলেন – আমার জমিনের মাথায় আমি গাছ রোপণ করেছি, আমার ৪-৫ টা গাছ কেটে নিয়ে গেছে, আমাকে ফাঁসানোর জন্য আমার গাছ নিয়ে বোরহানউদ্দিন থানায় আমার নামে উল্টো অভিযোগ দায়ের করেন আঃ জলিল। আমি তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।
স্হানীয় সাবেক মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি জানান- আজ থেকে ৩০ বছর ধরে এই জমি চাষ করেন মোঃ জসিম, জসিম জমির মাথায় গাছ রোপণ করেন,আজ সকালে জসিম খবর দিয়ে গাছ কেটে নিয়ে গেছে এই সংক্রান্ত বিষয় জানান, আর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে আঃ জলিলের সাথে তার সমস্যা, কে বা কারা গাছগুলো কেটে নিয়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক।
স্হানীয় এক ব্যক্তি বলেন- আজ থেকে প্রায় আমি ২-৩ বছর আগে মোঃ জসিমের কাছ থেকে আমি ১৩ শতাংশ জমি চাষ ২ বছর চাষ করি। তবে এই ১৩ শতাংশ জমি আঃ জলিল তার দাবী করে, এই নিয়ে স্হানীয় শালিস হয় অনেক বার, শালিসগন মোঃ জসিম এর পক্ষ রায় দিলে আঃ জলিল শালিস মানতে চায়না এমনটাই জানি। উল্লেখিত বিষয় আঃ জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন – এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালত চলে, আমি যা কিছু বলবো আদালতে।আঃ জলিল গণমাধ্যম কর্মীদের এরিয়ে যান এবং কথা বলতে অনীহা প্রকাশ করেন।