লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সাহাবুদ্দিন তুর্কি, আবদুর রহিম ভি.পি, পৌর বিএনপির সদস্য সচিব মিয়া মো. আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লাসহ পাঁচ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ তিন নেতা অব্যাহতি পত্রে সই করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেন।
মঙ্গলবার দুপুরে (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান। অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন- রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাহাবুদ্দিন তুর্কি, আবদুর রহিম ভিপি, পৌর বিএনপির সদস্য সচিব মিয়া মো. আলমগীর ও পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা। জানা যায়, ২৯ অক্টোবর রাতে লক্ষ্ণীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও যুগ্ন আহবায়ক এড.হাছিবুর রহমানের স্বাক্ষরিত দলীয় প্যাডে নাজিম উদ্দিন আহমেদকে আহবায়ক, মাহাবুবুর রহমান ভিপি বাহারকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা ও শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে আহবায়ক ও মিয়া আলমগীরকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষনা করেন। অব্যাহতি প্রাপ্ত ৫ জনের উদ্যোগে গঠিত কমিটির প্রত্যাখান করে ৭ নভেম্বর দলীয় কর্মসূচী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কমিটি বাতিলের দাবী করে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেন। এ ছাড়াও জেলা বিএনপি নেতাদের বিরূদ্ধে লিফলেট বিতরন করেন।
এ ঘটনায় ১২ নভেম্বর জেলা বিএনপি ওই ৫জনকে কারন দর্শানো নোটিশ দেন। বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে, পাঁচ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১২ নভেম্বর ৭ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। যথাসময়ে নোটিশের জবাবও দেওয়া হয়। তবে জবাব সন্তোষজনক দেওয়া হয়নি বলে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন নেতাকর্মীরা জানান, পাঁচ নেতাকে অব্যাহতি দিয়ে অবিচার করেছেন জেলা বিএনপির নেতারা।
এছাড়াও এমন সিদ্ধান্ত সামনে আন্দোলন সংগ্রামসহ জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেন এসব নেতাকর্মীরা। জানতে চাইলে রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ জানান, জেলা বিএনপির কয়েক নেতা একপেশে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছেন। এ বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আপিলপত্র পাঠানোর কথা জানালেন সাবেক এই এমপি। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান বলেন, বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনাসহ একাধিক অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।