ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন । তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের বর্তমান সভাপতি।
সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ আনারস প্রতীকে ৩৫৬৯ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী (প্রতীক ঘোড়া) পেয়েছেন ২৬৩৪ ভোট।
এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ (প্রতীক টেলিফোন) পেয়েছেন ২৫৩৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী পেয়েছেন ১৩৮৮ ভোট। ইসলামী আন্দলোনের মনোনীত হাতপাখার প্রার্থী মো.হেলাল উদ্দিন পেয়েছেন ১২৫০ভোট।মোটর সাইকেল প্রতীকে কাজী ইকবাল হোসেন পিন্টু পেয়েছেন ১০৫৬ ভোট ও চশমা প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী খাঁন পেয়েছেন ৩০৫ ভোট।
এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার(২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।
নির্বাচন কেন্দ্র গুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকার কারনে উৎসবমূখর পরিবেশে ভোট দিতে এসেছেন ভোটাররা। সকালের চেয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারের নির্বাচনে