ভোলার বোরহানউদ্দিন ও কুঞ্জেরহাট বাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে উপশহর কুঞ্জেরহাটের উত্তর মাথায় ফিতা ও কেক কেটে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল এর রিটেইল হেড-মোহাম্মদ সোয়েব আনসার, বরিশাল রিজিওনের রিটেইল চ্যানেল ম্যানেজার মোঃ জিয়াউর রহমান এবং ভোলা সদর ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ নিয়াজ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের অধিকতর সেবা ও পণ্য কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্য নিয়েই এখানে গ্রামীণফোন সেন্টার চালু করা হয়েছে। অনুষ্ঠানের শোভা বর্ধন করতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রব কাজী ও টবগী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সফিউল্লাহ চৌধুরী, টবগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম (বাবু)।
প্রদান অতিথিগণ তাদের উদ্বোধনী বক্তব্যে গ্রামীণফোন সেন্টারের সফলতা কামনা করে গ্রাহকদের উন্নত মানের সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণফোনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী মোঃ ইলিয়াছ হোসেন রুবেলের সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।