ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাজী গো বাসার মোঃ মোশারফ হোসেন (৪০) শাহেনুর বেগম( ৩৫) এর দ্বিতীয় ছেলে মোঃ সাকিব (১৬) আজ একবছর ধরে বিছানায় কাতরাচ্ছে।
তার মা ও বাবা জানান গত বছর ২৫ অক্টোবর গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পরে মেরুদন্ড ও কোমরের হাড় ভেঙে যায়, প্রাথমিক অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান সেখানে তাকে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই মাস চিকিৎসা নেওয়ার পর অর্থাভাবে আর চিকিৎসা চালিয়ে যেতে পারে নি।
গত একবছর যাবৎ অসহায় জীবন যাপন করছেন সাকিবের পরিবার। সে স্থানীয় ডা. আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের এস এস সি পরিক্ষার্থী ছিল। নিয়তির নির্মম পরিহােস সে আজ পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। তার পা দুটো বেঁকে অবশ হয়ে গেছে। সাকিবের বাবা একজন দিন মজুর।
নুন আনতে পানতা পুরায় এমন অবস্থান পরিবারের ভরণ পোষণ করতেই হিমশিম খাচ্ছে তার উপরে আবার ছেলের চিকিৎসা এ যেন রিতি মতো মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে।এই ভাবে খেয়ে না খেয়ে তার অসুস্থ সন্তানকে নিয়ে দীর্ঘ এক বছর কেটে যাওয়া আর আস্তে আস্তে সাকিবের অবস্থার অবনতি বৃদ্ধি । টাকার অভাবে কোনো ভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।
এভাবে’ই প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ অসহয় বাবা মায়ের এ সন্তান।এখন সাকিবের পরিবার কিছুই চায় না শুধু চায় সাকিবের উন্নত চিকিৎসা করাতে । তাই সাকিবের চিকিৎসার জন্য হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে তার পরিবারের আকুল আবেদন কোন হৃদয়বান দানশীল ব্যক্তি যদি তাদেরকে সাহায্য ও আর্থিক সহযোগিতা করে, তাহলে সাকিবের চিকিৎসা করাতে পারবেন। তাই হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন সাকিবের পরিবারকে সহযোগিতা করে তাদের পাশে দাড়ান।
প্রয়োজনে অসুস্থ সাকিবের পরিবারের সাথে যোগাযোগ করুনঃ (বিকাশ) 01714498354 (বিকাশ) 01718017677