ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না নাগেশ্বরীতে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পছন্দের বিয়ের বিপক্ষে অধিকাংশ পাকিস্তানি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা উপদেষ্টা মাহফুজ আলমের জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে ০৩(তিন) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ,১০ লাখ টাকা চাঁদা দাবি । বেরোবিতে জুলাইয়ে বিপ্লবের বিরোধিতা কারী ক্যাম্পাসে দাপটে চলেন ক্ষমতার উৎস কোথায় মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়নসহ সাত পুলিশ সদস্য ক্লোজড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে জেলা পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। সেই সাথে আরো সাত পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।

জেলার গোমস্তাপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রবিবার (৩ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এই পদায়নকৃত বা বদলিকৃত অফিসার ইনচার্জ হচ্ছেন মো. শহিদুল ইসলাম। এছাড়া ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, তিন উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফ, মো. দেলোয়ার ও মো. আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

এ বিষয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, চলতি বছরের ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কিন্তু যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণেই মূলত শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, গোমস্তাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সদর সার্কেল অফিসের কর্মকর্তা মো. খাইরুল বাশারকে পদায়ন করা হয়েছে। যিনি সোমবার (৪ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় পরে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না

চাঁপাইনবাবগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়নসহ সাত পুলিশ সদস্য ক্লোজড

আপডেট সময় ০১:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে জেলা পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। সেই সাথে আরো সাত পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।

জেলার গোমস্তাপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রবিবার (৩ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এই পদায়নকৃত বা বদলিকৃত অফিসার ইনচার্জ হচ্ছেন মো. শহিদুল ইসলাম। এছাড়া ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, তিন উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফ, মো. দেলোয়ার ও মো. আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

এ বিষয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, চলতি বছরের ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কিন্তু যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণেই মূলত শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, গোমস্তাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সদর সার্কেল অফিসের কর্মকর্তা মো. খাইরুল বাশারকে পদায়ন করা হয়েছে। যিনি সোমবার (৪ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় পরে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।