যুবদের স্বপ্নে গড়ি সুন্দর নগরী’ এই শ্লোগান নিয়ে ভোলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বজ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির আওতায় ভোলার বোরহানউদ্দিন পৌর সভা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌর সভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলোর নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির আওতাধীন এল এল এ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আজকের দিনে তরুনরাই আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। তাই একটি সুন্দর নগরী ও পৌরসভা গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও কর্মশালা তাদের প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং টেকসই শহুরে জীবনযাপনের জন্য স্থানীয়ভাবে অভিযোজিত সমাধান প্রস্তাব করার ক্ষমতা দেয়, জলবায়ু-সহনশীল, অভিবাসী-বান্ধব শহর তৈরির বিষয়ও আলোচনা করা হয়।