গতকাল ২৭শে অক্টবর (রবিবার) রাতে পাবনা শহরে নাইট রিক্সাচালক, শ্রমিক ও পথচারীদের মাঝে যুবোদল নেতা আব্দুর রায়হান নয়নের নেতৃত্বে দুই শতাধিক ব্যক্তির মাঝে খাবার বিতরন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাঁকজমকপূর্ণ দলীয় শোডাউন না করে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা শেষে ভিন্ন ভিন্ন পরিষরে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল ২৭শে অক্টবর রবিবার রাত ১০ টায় পাবনা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় পৌর পেপার কর্ণারে অসহায় দূস্থ পথচারি ও নাইট শ্রমিকদের মাঝে খাবার বিতরন করা হয়। তার আগে সকলের অংশগ্রহনে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রায়হান নয়নের আহ্বানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মোঃ মনির আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি বাবু সহ জেলা ও সদর উপজেলার যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের রোষানলে আমরা শান্তিপূর্ণ কোন কর্মসুচি করতে পারিনি। এবার সুযোগ পেলেও দেশের ক্রান্তিলগ্নে কোন শোডাউন না করে সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে সাধারন জনগনের হৃদয়ে জায়গা করে নিতে চাই। পুর্ণ গণতন্ত্র ও সুষ্ঠ ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে যুবদল কাজ করে চলেছে। অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি আব্দুর রায়হান নয়ন প্রথম থেকে রাজপথের সকল প্রগ্রামের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সামাজিক সেবা দিয়ে আসছে। আমরা মনে করি রায়হান দলে ভালো সুযোগ পেলে এবং আমরা সাথে থাকলে রাজনীতি ও সাধারণ মানুষের জন্য ও অনেক কিছু করতে পারবে বলে আমি আশাবাদি।