এবার সাংবাদিকদের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যম কর্মীরা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার।
সোমবার (১০ জুলাই) সকালে গণভবনে অসুস্থ, অসচ্ছল এবং দুর্ঘটনায় আহত-নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সাংবাদিকদের আবাসন প্রকল্পের বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে অনেককেই প্লট দেওয়া হয়েছে, আবার অনেকে পেয়ে বিক্রিও করেছে। ওইভাবে না দিয়ে, সরকারিভাবে অনেক ফ্ল্যাট আমরা তৈরি করেছি। সেটা আপনি কিছু টাকা জমা দিয়ে কোনটা ১৬ বছর, কোনটা ২৬ বছর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে টাকাটা শোধ দেওয়া যায়।
শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের বলবো যে, তারা যদি এই ফ্ল্যাট কিনতে চান, সরকারি ফ্ল্যাট যেগুলো আমরা তৈরি করেছি, সেগুলো আমরা বিক্রি করছি। ন্যাপ সম্মেলনের জন্য যখন আমরা ফ্ল্যাট তৈরি করি, তখনি আমার একটা লক্ষ্য ছিল যে, আমাদের সম্মেলনগুলি হওয়ার পরে সেখানে আমরা আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আসলে তাদের তো কোনো চাকরির স্থায়িত্ব থাকে না। তারা হয়তো বয়োবৃদ্ধ হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখন কি করে চলবে। তার কোনো নির্দিষ্ট কোনো সুযোগই থাকে না।
তিনি আরও বলেন, আমি আপনাদের বলবো, যদি কেউ এ রকম ফ্ল্যাট কিনতে চান, এটা আপনি কিস্তিতে দেবেন। প্রথমে সামান্য একটু দিলে বাকিটা কিস্তিতে দেওয়া যাবে। সেভাবে আমরা কিন্তু ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। যদি আপনারা নিজেরা করতে চান, একটা জায়গা নির্দিষ্ট করে দিলাম, যেখানে আপনারা ঘর করে নিতে পারবেন।
ইলেক্ট্রনিক মিডিয়াকে ওয়েজবোর্ডের আওতায় আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মচারী, প্রেস শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে আমরা ওয়েজবোর্ডও কার্যকর করেছি। যেহেতু এখন বেসরকারি খাতটাই সব, এটা নির্ভর করে অনেকটা মালিকদের ওপর। তারপরেও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।