ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রশিদ ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে আফগানদের

চট্টগ্রাম: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। দুই দলই চাইবে বিশ্বকাপে তাদের নিজেদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকতে।

তাই তো দুই দলের এ সিরিজ বিশ্বকাপের আগে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

সফরের একমাত্র টেস্টে খেলেননি রশিদ খান। তবে ওয়ানডে সিরিজে এই তারকা লেগ স্পিনারের সার্ভিস পাচ্ছে আফগানিস্তান। তাই আত্মবিশ্বাসও বেড়েছে খানিকটা। শনিবার (৩ জুলাই) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই কথাই শোনালেন শহীদি।

আফগান অধিনায়ক বলেন, ‘সে (রশিদ) আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে রশিদের মতো ক্রিকেটার থাকলে, অধিনায়ক হিসেবে আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে। ’

বিশ্বকাপের আগে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিতে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ শহীদির কাছে, ‘এটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ আমরা একে অপরকে ভালোভাবে জানতে চাই। আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এটি আমাদের জন্য ভালো প্রস্তুতি হতে পারে। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের বোলার ব্যাটারদের সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। যা আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে লাগবে। ’

টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে ভালো খেলতে পারেনি আফগানরা। তবে সেই হার থেকে শিক্ষা নিয়ে ওয়ানডেতে কাজে লাগাতে চান শহীদি, ‘টেস্ট ম্যাচ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবুধাবিতে ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার সবকিছুর জন্যই প্রস্তুত। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। ’

বাংলাদেশ নিজেদের মাঠে ভালো খেললেও আফগানরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে বলে জানান শহীদি। তিনি বলেন, ‘গত দুই বছর আমরাও ওয়ানডেতে ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইলিয়াস কাঞ্চন এবং যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এর মত বিনিময় অনুষ্ঠিত

রশিদ ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে আফগানদের

আপডেট সময় ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

চট্টগ্রাম: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। দুই দলই চাইবে বিশ্বকাপে তাদের নিজেদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকতে।

তাই তো দুই দলের এ সিরিজ বিশ্বকাপের আগে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

সফরের একমাত্র টেস্টে খেলেননি রশিদ খান। তবে ওয়ানডে সিরিজে এই তারকা লেগ স্পিনারের সার্ভিস পাচ্ছে আফগানিস্তান। তাই আত্মবিশ্বাসও বেড়েছে খানিকটা। শনিবার (৩ জুলাই) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই কথাই শোনালেন শহীদি।

আফগান অধিনায়ক বলেন, ‘সে (রশিদ) আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে রশিদের মতো ক্রিকেটার থাকলে, অধিনায়ক হিসেবে আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে। ’

বিশ্বকাপের আগে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিতে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ শহীদির কাছে, ‘এটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ আমরা একে অপরকে ভালোভাবে জানতে চাই। আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এটি আমাদের জন্য ভালো প্রস্তুতি হতে পারে। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের বোলার ব্যাটারদের সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। যা আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে লাগবে। ’

টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে ভালো খেলতে পারেনি আফগানরা। তবে সেই হার থেকে শিক্ষা নিয়ে ওয়ানডেতে কাজে লাগাতে চান শহীদি, ‘টেস্ট ম্যাচ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবুধাবিতে ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার সবকিছুর জন্যই প্রস্তুত। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। ’

বাংলাদেশ নিজেদের মাঠে ভালো খেললেও আফগানরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে বলে জানান শহীদি। তিনি বলেন, ‘গত দুই বছর আমরাও ওয়ানডেতে ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে। ’