ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স। মূলত মায়ের অসুস্থতার কারণেই দেশে ফিরে ছিলেন তিনি। তবে এর মধ্যেই ভেসে এলো দুঃসংবাদ। শুক্রবার তার মা, মারিয়া কামিন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং তারাও তাদের নিয়মিত টেস্ট অধিনায়কের এই অপূরণীয় ক্ষতির কারণে দুঃখ প্রকাশ করেছে। ফলে গোটা ক্রিকেট বিশ্বই সহানুভূতি জানাচ্ছে কামিন্সকে।
টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা প্যাট, কামিন্সের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অস্ট্রেলিয়া দল আজ শ্রদ্ধার চিহ্ন হিসেবে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে’
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্যাটের মা মারিয়া কামিন্স। তবে মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দিল্লী টেস্টের পরই অস্ট্রেলিয়ায় ফিরে যান প্যাট। এই মুহুর্তে আহমেদাবাদে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া দল।
কামিন্সের অনুপস্থিতিতে সিরিজের শেষ দুটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টিভ স্মিথ।