পুরো মৌসুমেই যাচ্ছেতাই পারফর্ম্যান্স দেখাচ্ছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। দুর্ভাগ্য তাদের একেবারেই পিছু ছাড়ছে না। পয়েন্ট টেবিলের ১০-কে যেন নিজেদের পছন্দের সংখ্যায় পরিণত করে ফেলেছে। এবার সেই শোচনীয় দশা তারা নিয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগেও। একের পর এক দলবদল ও কাঁড়ি কাঁড়ি অর্থ খরচাতেও চেলসির সাফল্য যেন মুখ থুবড়ে পড়েছে। রেকর্ডমূল্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফরোয়ার্ড এনজো ফার্নান্দেকে দলে ভেড়ালেও পরিস্থিতি বদলায়নি। সর্বশেষ গতরাতে চেলসি হোঁচট খেয়েছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে।
ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে মাঠে নামে ইংলিশ ক্লাবটি। পুরো ম্যাচেই তারা বেশ দাপট দেখিয়েছে। কিন্তু এনজোদের বানানো কোনো সুযোগই শেষ পর্যন্ত গোলবারের দেখা পায়নি। ফলে অধিনায়ক থিয়াগো সিলভার নেতৃত্বাধীন দলটি লিড তো দূরের কথা, উল্টো গোল মিসের মহড়া দিতে থাকে।
ম্যাচের ১৬তম মিনিটে রিস জেমসের ক্রসে লাফিয়ে উঠে হাত দিয়ে জালে বল পাঠান চেলসি অধিনায়ক। ফলস্বরূপ রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এর মিনিট দুয়েক পরই ভালো একটি সুযোগ পেয়ে বাইরে মারেন ডর্টমুন্ডের মারিয়াস উলফ। ৩১তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান চেলসির জোয়াও ফেলিক্স। হাকিম জিয়াশের সঙ্গে ওয়ান-টু খেলে ভালো পজিশনে থেকে উড়িয়ে মারেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড।
৩৮তম মিনিটে এগিয়ে যেতে পারত চেলসি। কিন্তু ডর্টমুন্ড গোলরক্ষকের ওপর দিয়ে কাই হার্ভাটজের নেওয়া শটটি ক্রসবারে লাগে। গোলশূন্য ড্র নিয়েই দু’দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডর্টমুন্ডের বক্সের বাইরে ফ্রি-কিক পায় চেলসি। জেমসের শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ৬২তম মিনিটে জেমসের আরেকটি শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গ্রেগর কোবেল। সেই কর্নার থেকেই এগিয়ে যায় ডর্টমুন্ড। সিলভার হেড ক্লিয়ার করে রাফায়েল গেরেইরো বাড়ান আদেইয়েমিকে। সেই বল ধরে এগিয়ে চেলসির এনজো ফার্নান্দেজের বাধা এড়িয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন তরুণ জার্মান স্ট্রাইকার।
সেই গোলেই আবারও হতাশার আগুনে পুড়তে হয় চেলসিকে। নির্ধারিত সময়ের শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। হলুদ কার্ড দেখেন ম্যাসন মাউন্ট ও নিকোলাস সুলে। অতিরিক্ত সময়ে করা এনজোর শট গোলরক্ষক লাফ দিয়ে ফেরান।
পুরো ম্যাচে মোট ২১টি শট নেয় চেলসি। যার মধ্যে ৮টেই ছিল লক্ষ্যে। অন্যদিকে, ডর্টমুন্ডের ১৪ শটের ২টি লক্ষ্যে ছিল। এর মাধ্যমে কোনো ইংলিশ দলের বিপক্ষে ১০ ম্যাচ পর জয়ের দেখা পেল ডর্টমুন্ড। তাদের দ্বিতীয় লেগের খেলা আগামী ৭ মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে।