আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ইতোমধ্যেই ভারতে পৌঁছে গেছে। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে এসে দলের নিয়মিত খেলোয়াড় উসমান খাজাকে রেখেই উড়াল দিতে হয়েছিল তাদের। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে উসমান খাজা ভারতের উদ্দেশ্যে যাত্রা করছেন।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে থাকা অজি স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তানি বংশোদ্ভুত এই ব্যাটারের। যদিও আগেই খাজার জন্য ফ্লাইট বুকিং দেওয়ার কথা জানিয়েছিল ক্রিকেট বোর্ড (সিএ)। সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি ম্যাচ খেলবে অজি ক্রিকেটাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, খাজার ভিসা অনুমোদিত হয়েছে এবং তিনি ভোরের ফ্লাইটে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মেলবোর্ন ছেড়ে যাবেন।
এদিকে, খাজার ভিসা পেতে এই ভোগান্তির পেছনে ‘পাকিস্তানি ট্যাগ’ই মূল কারণ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ডন। তারা লিখেছে, ‘দু’দেশের বৈরি সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও।’
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ৪ ম্যাচ টেস্ট সিরিজের বর্ডার-গাভাস্কার ট্রফি। টেস্ট সিরিজের পর ভারতে তিনটি ওয়ানডে ম্যাচও খেলার কথা রয়েছে অজিদের।
প্রসঙ্গত, উসমান খাজার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। এরপর মাত্র ৪ বছর বয়সেই তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। খেলছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে। সাদা পোশাকে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে খাজার। ব্যাট হাতে ১১ ম্যাচে হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি, করেছেন ১০৮০ রান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও অবিশ্বাস্য ফর্মে ছিলেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২টি শতকের পাশাপাশি দুটি অর্ধশতক হাঁকিয়ে রাঙিয়েছেন বছরের শেষটা।