চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের শুরু থেকেই উড়ছে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি দশ ম্যাচে খেলে এখন পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। আর এই দলটির নেতৃত্বভার সামলাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।
তবে সিলেটের মাঠে নিজেদের শেষ ম্যাচে বল করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন অধিনায়ক। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। গুঞ্জন চলছিল পরবর্তী ম্যাচে তাকে পাওয়া নিয়েও।
মিরপুরের একাডেমি মাঠে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ। সেখানে এই প্রধান কোচের কাছে মাশরাফির ইনজুরি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, রাতে জানা যাবে পরবর্তী ম্যাচে তিনি খেলবেন কি না।
রাজিন সালেহ বলেন, ‘এখন পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না কারণ আজকে রাতে আমরা আপডেটটা জানতে পারবো। ফিজিওর সঙ্গে বসবো একটা মিটিং আছে। তারপর বুঝতে পারবো ম্যাচ খেলতে পারবে কি না।’
প্লে অফ নিশ্চিত তবে এখন কি কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা রয়েছে, এমন প্রশ্নের জবাবে রাজিন বলেন, ‘দেখুন এখানে থামার কোনো সুযোগ নেই, বা বিশ্রামের কোনো সুযোগ নেই। আমরা একটা একটা করে ম্যাচ এগিয়েছি এবং এখনো একটা একটা করেই এগিয়ে যাবো।’
পাকিস্তানি ক্রিকেটাররা চলে গেছে কি না জানতে চাওয়া হলে সিলেটের প্রধান এই কোচ বলেন, ‘হ্যাঁ আমাদের আমির এবং ইমাদ ওয়াসিম চলে গেছে। তবে মোহাম্মদ ইরফান টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকবে। গুলবাদিন নাইবও থাকবে। ইরফান পিএসএলে নয় এখানেই খেলবে আমি যতটুকু জানি।’