নতুন বছরে ভারত যেন উড়ছে। আর তার নেপথ্যে আছেন উদীয়মান ব্যাটার শুভমান গিল। ব্যাট হাতে ২২ গজে ফুলঝুরি ছোটাচ্ছেন ভারতীয় এ তারকা। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ব্যাট হাতে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। তার রেকর্ডরাঙা শতকে ভর করে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল স্বাগতিকরা।
ঘরের মাঠে কিইউদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে এরপরের গল্পটা শুধুই ঘুরে দাঁড়ানোর। টানা জয়ে সিরিজ, সেই সঙ্গে ওলট-পালট একাধিক রেকর্ডও।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার (১ ফেব্রুয়ারি) সিরিজ নির্ধারণী ম্যাচে কিউইদের ১৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ২৩৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় স্রেফ ৬৬ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। রেকর্ডগড়া জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে ভারত।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেই রেকর্ড ভেঙে দিল টিম ইন্ডিয়া।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন ভারতীয় ওপেনার। মাত্র ৫৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ১২৬ রানে। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছয়ের মার। রানপ্রসবা ম্যাচে ভারতের ইনিংস থামে ২৩৪ রানে।
প্রথম ইনিংসের উল্টো চিত্র দেখা গেছে শেষ ইনিংসে। রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ব্যাট হাতে গিলের তাণ্ডবের পর বল হাতে ছড়ি ঘোরান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একাই শিকার করেন চার উইকেট। সফরকারীদের মাটিতে নামিয়ে ভারত শেষ পর্যন্ত ১৬৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।