২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন স্বপ্নের মতো। এরপর সবশেষ বিশ্বকাপে ইনজুরি আর ফিটনেস ইস্যুতে বাদ পড়েন দল থেকে। তখনই গণমাধ্যমে জানিয়েছিলেন, আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। তাসকিন তার কথা রেখেছেন। ইনজুরি থেকে ফিরে এখন পর্যন্ত এই পেসার খেলে চলেছেন রাজার মতোই।
চলমান বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে মাঠ মাতাচ্ছেন তাসকিন। দলটির অধিনায়কের দায়িত্বে থাকা নাসির হোসেন শনিবার এসেছিলেন সংবাদ সম্মেলনে। জানালেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের উচিত তাসকিনের থেকে অনুপ্রাণিত নেওয়া। নাসির বলছিলেন, ‘অবশ্যই তাসকিন অনুপ্রাণিত করবে (ফিরে আসতে চাওয়াদের)। তাসকিন যেভাবে প্রত্যাবর্তন করেছে এখন তরুণ যারা আসছে তাদের শেখার মতো আছে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা অনুসরণ করা উচিত।’
নাসির যোগ করেন, ‘আপনি যদি বাংলাদেশ ক্রিকেটে বা নিজে উন্নতি করতে চান, তাহলে দুই ঘণ্টার জায়গায় জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে এটা আমার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। অবশ্যই তাকে অনুসরণ করা উচিত। সে যে কষ্ট ও পরিশ্রম করেছে তার ফল পাচ্ছে। জাতীয় দলেও পাচ্ছে, বিপিএলেও আল্লাহর রহমতে ভালো করছে।’
ম্যাচে তাসকিন শতভাগ উজাড় করে খেলেন, ‘শতভাগ চেষ্টা করেন দলকে জেতাতে। নাসিরও এ ব্যাপারে একদম একমত, ‘সে এখন যেখানে যে পরিস্থিতিতেই খেলুক না কেন কখনোই অনুভব করে না যে আমরা হারতে এসেছি বা হারব। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। দলকে সাহায্য করার জন্য শতভাগের চেয়েও বেশি চেষ্টা করে।’