২০২১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্কো জেনসেনের। আর অভিষেকের পরের বছরই ২২ বছর বয়সী তরুণ এই পেসার কাটিয়েছেন স্বপ্নের মতো সময়।
ওই বছর লাল বলে ৩৬ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২ ও টি-টোয়েন্টিতে নেন একটি উইকেট। পুরস্কারস্বরূপ এবার জেনসেন পেলেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের খেতাব।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ইতোমধ্যে জেনসেন খেলেছেন ১০ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। মোট উইকেট নিয়েছেন ৪৪টি। আইসিসির পুরস্কার জিতে এই পেসার পেছনে ফেলেছেন ভারতের আর্শদ্বীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২১ এর ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে ২০২২ এ ১৩.৫০ গড়ে জেনসেন নিয়েছিলেন ১৪ উইকেট। ইংল্যান্ডে তার গড় ১৩.১১, অস্ট্রেলিয়ায় ১৩.৩৩! নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেট নিয়েছেন ২৮.৫৫ গড়ে।