সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে এবং দেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
কাফরুল থানার এসআই শ্যামল কুমার হালদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ৩১। মামলায় ৪২ জন ঢাকা মহানগর উত্তর জামায়াত-শিবির নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিন-চারশ জনকে আসামি করা হয়েছে। জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় কাফরুল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
মঙ্গলবার মিরপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইমলামি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। যোগাযোগ করা হলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, যানচলাচল বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার দুপুরে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশের নামে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল। সেখানে পুলিশ সদস্যরা নিবৃত করার চেষ্টা করলে হামলা চালানো হয়। জামায়াত-শিবিরের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, পুলিশের ওপর হামলা, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন ভুইয়া ও সেক্রেটারি ড. রেজাউল করিমসহ ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১০ নেতাকর্মীকে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।