পদত্যাগ করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) রাতে তার বহিষ্কার করার বিষয়টি জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রিন্স জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
এদিকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। রোববার বিকেলে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।