ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে ডিপিডিসির উদ্যোগে বিদ্যুৎ ভবনের বিজয় হলে (লেভেল ১৪) ডিপিডিসি’র বিভিন্ন ডিজিটাল সার্ভিসের উপর দিনব্যাপী এক ডিজিটাল কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়।
প্রতিবছরের ন্যায় এ বছরও তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এ স্লোগানকে সামনে রেখে ডিপিডিসি পরিবার উদযাপন করেছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: হাবিবুর রহমান, সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পরিচালক, ডিপিডিসি পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থাপ্রধানগণ, দোকান মালিক সমিতি ও সম্মানিত গ্রাহকবৃন্দ, ডিপিডিসি’র সকল নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অনলাইন ও ফেসবুক লাইভে ডিপিডিসি’র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।