শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় সুনামগঞ্জ কালেক্টরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো.এহসান শাহ,পৌর মেয়র নাদের বখত সহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.এহসান শাহ,পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে ১৪ই ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদের গুলি করে মারা হয়েছে।মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জানতে পেরে পাকিস্তানি দালাল রাজাকার, আলবদর, আলশামসের সহযোগিতায় হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য নৃশংসভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশের স্বাধীনতার রক্ষায় তাদের অবদান ছিল চিরঅবিস্মরণীয়।
অনেক রক্তক্ষয়ী যুদ্ধ ও অনেক তাজা প্রানের বিনিময়ে এই বাংলাদেশ আজকে সৃষ্টি হয়েছে। দেশের স্বাধীনতা যারা জীবন দিয়ে এনেছেন তাদের সেই স্মৃতি আজীবন ধরে রাখতে হবে। বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ধরে নিয়ে হাত পা বেঁধে, চোখ বেঁধে নির্বিচারে তাদের হত্যা করা হয়।
এই কালো অধ্যায় বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না। এছাড়াও জেলা স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন,সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ পরিচালক শফিকুল ইসলাম প্রাং, ইসলামীক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপ পরিচালক মো. মোশাররফ হোসেন প্রমুখ।এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।