নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আজ ১৩ ই ডিসেম্বর দুপুর ১:০০ ঘটিকার সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প ফ্রুড প্রসেসিং প্রশিক্ষণার্থীদের ১৭ তম ব্যাচের সমাপনী ক্লাস ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন প্রধান অতিথি মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন। উপস্থিত ছিলেন ২৫ জন নারী ফ্রুুড প্রসেসিং প্রকল্পের প্রশিক্ষণার্থী। নারীদের উদ্যোক্তা করার জন্য উপজেলায় ফ্রুড প্রসেসিং প্রশিক্ষণ দেওয়া হয় । এ প্রশিক্ষণে নারীরা নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যায়। অনেক নারী আছে যারা তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না ।
এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজে কিছু করতে পারেন । আজ ফ্রুড প্রসেসিং প্রশিক্ষণার্থীদের ১৭ তম ব্যাচের শেষ ক্লাস ছিল। প্রধান অতিথি মহিলা বিষয়ক কর্মকর্তা তার বক্তব্যে বলেন, নারীরা চাইলে অনেক কিছু করতে পারেন। আপনারা এখানে যা শিখেছেন তা ভুলবেন না ভবিষ্যতে আপনারা ভালো কিছু করার চেষ্টা করবেন। আপনাকে যেন সবাই চিনে প্রতিটা নারী যেন তার স্বপ্ন পূরন করতে পারেন।পরিশেষে নারীদের উদ্যোক্তা হওয়ার কথা বলে মহিলা বিষয়ক কর্মকর্তা তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে।
এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ভবিষ্যতে সংসার জীবনে সংসারের সকল কাজের পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে।