জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে প্রার্থীদের দেওয়া ব্যক্তিগত তথ্য (হলফনামা) উধাও হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। সেখানে প্রবেশ করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেলেও প্রার্থীদের দেওয়া তথ্যগুলো পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল পর্যন্ত এ ধরনের সমস্যা বলবৎ ছিল। এ প্রতিবেদক অফিস সময় পর্যন্ত কয়েকবার চেষ্টা করেও তিনিও এ বিষয়ে তথ্য উদ্ধার করতে পারেনি। কমিশন এটা টেকনিক্যাল সমস্যা বলে দায় এড়িয়ে যান। বুধবারের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন। খোঁজ নিয়ে জানা গেছে, ইসির ওয়েবসাইটে বিভিন্ন নির্বাচনের হলফনামা সংক্রান্ত তথ্য দৃশ্যমান রয়েছে।
এর মধ্যে চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন, চট্টগ্রাম (২০১৫), জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের হলফনামা, একাদশ জাতীয় সংসদের ২১ রংপুর-৩ শূন্য আসন নির্বাচনে প্রার্থীদের হলফনামা, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন-২০১৯ এর প্রার্থীদের হলফনামা, দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা; নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা, জেলা পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে প্রার্থীদের হলফনামা রয়েছে। কিন্তু ওইসব নির্বাচন ও তথ্যে ক্লিক করে সেখানে প্রবেশ করা যাচ্ছে না।
ইসির তথ্য মতে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা নির্দেশনায় ‘হলফনামায় দাখিলকৃত তথ্যাবলি ভোটারদের মধ্যে প্রচার’ করার বিষয়ে তাগিদ রয়েছে। হলফনামায় দেওয়া প্রার্থীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত কি-না ও শিক্ষাগত যোগ্যতা নানা ব্যক্তিগত তথ্য সেখানে অন্তর্ভুক্ত থাকে। নির্বাচনের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এসব ব্যক্তিগত তথ্য প্রচার করে ভোটারদের যোগ্য প্রার্থীকে ভোট দিতে উদ্বুদ্ধ করা। নির্বাচনে যাতে কালো টাকার মালিক ও পেশিশক্তির প্রভাব কাটিয়ে কেউ নির্বাচিত না হন- সেই লক্ষ্য ছিল ইসির।
এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, টেকনিক্যাল সমস্যার কারণে এমনটি হচ্ছে। সিস্টেম ম্যানেজার জানিয়েছেন যে, রাতের মধ্যেই এই সমস্যা সমাধান হয়ে যাবে। ইসি কর্মকর্তারা জানান, হলফনামায় প্রার্থীরা ঠিকানা, আয়-ব্যয়, স্থাবর-অস্থাবর সম্পত্তির, মামলা ইত্যাদি সংক্রান্ত তথ্য দিয়ে থাকেন। গুরুত্বপূর্ণ তথ্য ইসির ওয়েবসাইট থেকে উধাও হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।