দীর্ঘ ২৮ বছর ধরে গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন ৩৭নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, ৩৭নং ওয়ার্ডের জনগনের মুখে শুনা জায় তিনি প্রত্যয়নপত্র ও ওয়ারিশ সনদ এবং নাগরিকত্ব সদন সহ সরকারি যে কোনো অনুদান আসলে গরীব দুঃখী ও অসহায়দের পাশে থেকে হাসি মুখে কোন প্রকার টাকার লেনদেন ছাড়া বিতরণ করে থাকেন। এবং জনগণকে উৎসাহিত করে থাকেন।
ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে মসজিদ,মাদ্রাসা, গির্জা এবং স্কুল কলেজের সামাজিক অনুষ্ঠানে বা খেলাধুলার জন্য ছাত্র/ছাত্রীদের যখন যা লাগে তার ফান্ডে থেকে অনুদান দিয়ে উৎসাহিত করে থাকেন। চলুন তার একটু পিছনের জীবনি ও কর্মকান্ড দেখি। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক টঙ্গী পৌরসভার কমিশনার ও গাছা ইউনিয়নের সাবেক মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুরদীনে দুরসময়ে আওয়ামীলীগের পরিক্ষিত নেতা গাছা থানা ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির হাত ধরে যার রাজনীতির হাত ধরি ৩০০ শতাধিক পরিবারের সদস্যরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
যিনি গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল এমপির ভিবিন্ন উনয়্ননের চেয়ে গেছে ৩৭নং ওয়ার্ড ও বিশ্বস্ত সহযোদ্ধা। সেই প্রিয় মানুষ আলহাজ সাইফুল ইসলাম দুলাল ভাই এর বিরুদ্ধে একটি কুচক্র মহল বিভিন্ন সময়ে মিথ্যাচারে লিপ্ত থাকেন। তাই এই মহান মানুষটির জন্য ও তার পরিবারের জন্য দোয়া ও সহযোগিতা চাই। ৩৭নং ওয়ার্ডে ব্যাপক আকারে উন্নয়ন হয়েছে । কাজের কিছু বিশেষ অংশ হচ্ছে- ১। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে শুরু করে চান্দরা চৌরাস্তা পর্যন্ত (বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক) ড্রেন সহ আর সিসি রাস্তা, ২। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে শুরু করে মুনলাইট স্কুল হয়ে মুনলাইট চান্দরা সড়ক পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৩। কুনিয়া সুলতান মার্কেট হতে শুরু করে চান্দরা রাহমানিয়া ফাজিল মাদ্রাসা পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৪। চান্দরা মাদ্রাসা সড়কে সুলতান মার্কেট হইতে শুরু করে মির্জা ইব্রাহীম মেমোরিয়াল স্কুল হয়ে গাছা রোড পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৫। কুনিয়া সুলতান মার্কেট হতে শুরু করে ব্লু-স্কাই স্কুল হয়ে হাজী আমিন উদ্দিন এর মার্কেট পর্যন্ত আর