গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাঁতারপাড়া এম এম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য কে উপেক্ষা করে পকেট কমিটি করার চেষ্টা করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য।
সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭২ সালে কিন্তু বিদ্যালয়েটির কোনরকম উন্নয়নের চিত্র লাগেনি লক্ষ লক্ষ্য টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে সাঁতারপাড়া এম এম বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ বিষয়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নবুলার রহমান দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন যে নির্বাচনে মধ্য দিয়ে একজন সঠিক লোক নির্বাচিত হয়ে এই বিদ্যালয়টির উন্নয়ন করবে।
কিন্তু প্রধান শিক্ষক সামনে নিয়োগ থাকায় তার মন পুষ্ট লোক সভাপতি বানিয়ে নিয়োগ বাণিজ্য চালাবেন। আমি এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়,জেলা শিক্ষা অফিসার মহোদয়, পলাশবাড়ী নির্বাহী অফিসার মহোদয়,এবং পলাশবাড়ী শিক্ষা অফিসার, বরাবরে বারবার আবেদন করিও কোনরকম সহযোগিতা পাচ্ছিনা তাই বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।
আজ আজীবন দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন দৈনিক আমাদের মাতৃভূমিকে জানায়, প্রধান শিক্ষক তার নিয়োগ বাণিজ্য করার জন্য তিনি তার রাতের আঁধারের কমিটি বাস্তবায়ন করছে এটা আমরা সচেতন মানুষ কখনই গ্রহণ করবোনা। এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাহাতাব উদ্দিন দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচন আইন সম্মত হচ্ছে আমরা অভিযোগ পেয়েছি সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।