সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ(RIB)বগুড়া ইউনিটের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাড. মোজাম্মেল হকের সভাপতিত্বে বগুড়া শহরের রোচাস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ এইচ এম মশিহুর রহমান, প্রকৌশলী তোফাজ্জল হোসেন, বিশিষ্ট পরিবেশবিদ জিয়াউর রহমান এবং অধ্যাপক মোঃ সালজুর রহমান।
রিইব বগুড়া ইউনিটের মডারেটর সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় প্রানবন্ত আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন,বগুড়া বারের সিনিয়র আইনজীবী মঞ্জুর হাসান মন্ডল, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান হাবিব তালুকদার রনজুঞ্জ ইতিহাস গবেষক ইসরাফিল হোসাইন, এ্যাড. শাহাদাত হোসেন সহল, জনপ্রতিনিধি কানিজ রেজা, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা, সংবাদকর্মী ফজলুল হক, নারী উদ্যোক্তা সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, পরিবেশ কর্মী ফজলুল হক বাবলু, ডাঃ মোকছেদ আলী, রিইব বগুড়া ইউনিটের সহ-মডারেটর কামরুজ্জামান, উপস্থিত ছিলেন এমএসকেপি নির্বাহী পরিচালক জাহেদুর রহমান, এসএসইউপি নির্বাহী পরিচালক সাখাওয়াৎ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।