পিরোজপুরের মঠবাড়িয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর, শনিবার সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সভাপতি নাজমুল আহসান কবির ও সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইনের নেতৃত্বে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরুখালী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলমগীর হোসেন খান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকনুজ্জামান শরীফ, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন মো. হালিম তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান, সোনাখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মৌসুমী শিল্পগোষ্ঠীর সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মহারাজ মিয়া প্রমুখ, এতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সহ-সভাপতি আইয়ুব আলী হাওলাদার, আবুল হোসেন, যুগ্ম সম্পাদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর, নির্বাহী সদস্য জিয়াউল আহসান, এমাদুল হক রিপন, রফিকুল ইসলাম বাবুল, সবুজ মিয়া, রাজিব হোসেন সহ শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদ কর্মী ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আলোচনায় মঠবাড়িয়া শাখার সভাপতি নাজমুল আহসান কবির ও সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা মানবাধিকার রক্ষা, উন্নয়ন ও প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সচেতন সমাজকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধহয়ে কাজ করার আহ্বান জানান। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংস্থা হিসেবে সার্কভুক্ত দেশগুলোতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার, আইনের সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।