শিক্ষা,শান্তি,ক্রীড়া,সংস্কৃতি ও প্রগতির পতাকাবাহী সংগঠন,রংপুর সিটি কর্পোরেশন আওতাধীন ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজেন্দ্রপুর যুব সংঘ (রাযস) এর উদ্যোগে ২০২২ সালে অত্র এলাকার এস এস সি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং রাজেন্দ্রপুর যুব সংঘ (রাযস) এর কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব ধরণী কান্ত রায় এবং আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সবাই বক্তব্য রাখেন। কেরানীরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ধরণী কান্ত রায় তার বক্তব্যে বলেন, “আমাদের সমাজে মাঝে মাঝে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা দরকার এতে করে শিক্ষার্থীরা আরো ভালো করে পড়ালেখা করার উৎসাহ পাবে এবং আমাদের সমাজের কিশোর বয়সের ছেলেরা মাদক থেকে বিরত থাকবে”।
এ সময় এস এস সি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের পিতা-মাতারা বলেন সমাজে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে আমাদের সন্তানেরা পড়ালেখায় আরো উৎসাহী হয়ে উঠবে। এই সংগঠনের বিষয়ে আরো জানতে পারা যায় যে সমাজের যুবক ছেলেদের মাদক থেকে বিরত রাখা,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা এবং সমাজে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা এটাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।