বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫ ডিসেম্বর) রাতে দীর্ঘ সাড়ে ৭ বছর পর উপজেলা ছাত্রলীগ, ৪বছর পর পৌর ছাত্রলীগ ও ৫ বছর কলেজ ছাত্রলীগের কমিটি আগামী এক বছরের জন্য রামগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, উপজেলা শাখায় ২৫ জন, পৌরসভা শাখায় ১৩ জন ও সরকারি কলেজ শাখায় ১০ জন প্রার্থী হয়েছেন। রামগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের অপু মাল সভাপতি ও সাজিদ হাসান অভিকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে ০১ জন সভাপতি ০৬জন সহ সভাপতি, ০১ জন সাধারন সম্পাদক ০৫জন সহ সাধারন সম্পাদক ও ০২জন সাংগঠনিক সম্পাদক নিয়ে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ হোসেন শান্ত, ফাহাদ আঠিয়া, বাদশা ইয়াছিন, কাউছার আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, মোঃ মোবারক হোসেন, কামরুল হাসান জিসান। সাংগঠনিক সম্পাদক শ্রাবন আখন্দ, মোঃ রাব্বানী।
এদিকে রামগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের রাকিবুল হাসান শান্তকে সভাপতি ও রবিন মালকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ০১ জন সভাপতি ০৪জন সহ সভাপতি, ০১ জন সাধারন সম্পাদক ০২জন সহ সাধারন সম্পাদক ও ০২জন সাংগঠনিক সম্পাদক নিয়ে পৌর শাখার কমিটি গঠন করা হয়। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাদশা ফয়সাল, মাহিম মাল, রাসেল আঠিয়া, মোঃ রাকিব হোসেন, মোঃ ইয়াছিন, আব্দুল আজিজ সহেল। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, রাসেল খান বাবু, ইয়াছিন আরাফাত জীবন, শরীফ গাজী, শাহ্ মিরন শিহাব, মনির হোসেন পাটোয়ারী। সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, আহম্মেদ ফাহিম।
এছাড়া ও রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের ফজলে রাব্বি জয়কে সভাপতি ও আহম্মেদ কাউসারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ০৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ০১ জন সভাপতি ০২জন সহ সভাপতি, ০১ জন সাধারন সম্পাদক ০২জন সহ সাধারন সম্পাদক ও ০২জন সাংগঠনিক সম্পাদক নিয়ে কলেজ শাখার কমিটি গঠন করা হয়। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শুভ, আহম্মেদ নাহিদ পাটোয়ারী। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, নাইম হোসেন নিয়ন, ফাইয়াজ হাসান। সাংগঠনিক সম্পাদক অপূর্ব সেন গুপ্ত, কাজী হারুন। এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে রামগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া এক চিঠিতে কমিটিগুলো বিলুপ্ত করেন।
গত সোমবার (২৮ নভেম্বর) রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলার দায়িত্বশীল নেতাদের কাছে রামগঞ্জ উপজেলা, পৌর এবং সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪৮ জন প্রার্থী পদপ্রত্যাশীরা দলবল নিয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। তিনটি শাখার শীর্ষ ছয় পদে তারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।