বগুড়া শহরতলীর চক সুত্রাপুর এলাকা থেকে রবিবার বৈকাল ৪ ঘটিকায় বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিশেষ অভিযানে ডাক্তার রাজিয়া বেগমকে হাতেনাতে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাক্তার রাজিয়া বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুকৌশলে মাদক ব্যবসায়ী রাজিয়া বেগমকে ৩৬ কে হাতেনাতে ৬০ পিস ইয়াবা ও তিন গ্রাম হিরোইন সহ আটক করে চক সুত্রাপুর এলাকায় রাজিয়া বেগম সকল ধরনের মাদক বিক্রি করতে বলে মাদক সেবীরা তাকে ডাক্তার উপাধি দিয়ে তাকে।
ডাক্তার রাজিয়া বলে ডাকত কে রাজিয়া ২০০০ সালে অন্যের বাসায় ভাড়া থাকতো সংসারের অভাব অনাটের কারণে স্বামী মুনছুর পরামানিককে নিয়ে ২০০৫ সালে ঢাকায় চলে যান ঢাকা থেকে ফিরে এসে ২০১৭ সাল থেকে রাজিয়া বেগম মাদক ব্যবসার সাথে সংযুক্ত হন তার স্বামী মুনসুর দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো রাজিয়া বেগম সর্বপ্রথম গাঁজা বিক্রি থেকে শুরু তার জীবন দু’বছর পর তিনি ভয়াবহ মরণ নেশা ইয়াবা ও হিরোইন বিক্রি করে বনে গেছেন দুটি বাড়ির মালিক বর্তমানে দুটি বাড়ির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা যা অনেকের নজর করে।
লাভজনক ব্যবসা তাই ছাড়তে চায় না এলাকার কাউন্সিলর বহুবার নিষেধ করা সত্ত্বেও গোপনে গোপনে চালিয়েছে যেতেন মাদক ব্যবসা যা প্রতীক্ষার পর বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে গ্রেফতার হয়েছে বগুড়া অধিকাংশ পুরুষের চেয়ে নারী মাদক ব্যবসায়ী সংখ্যা বেশি বেশি রয়েছে একাধিক মামলা গুটি কয়েক মাদক ব্যবসায়ীর জন্য এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে এই রাজিয়া বেগমের মত আরো যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী ।