পুঁজিবাজার বিষয়ক ফেসবুক গ্রুপ বিডি স্টক ডিসকাশনের মডারেটর আবু রমিমের বিরুদ্ধে মামলা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
মামলায় পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্ট ও বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। আজ (মঙ্গলবার) রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারি পরিচালক মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, অনেক দিন ধরেই একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এদের আইনের আওতায় আনতে কমিশন তৎপর। তারই ধারাবাহিকতায় আবু রমিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।