ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তেতুলীয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মফিজ নামক যুবককে এক লক্ষ টাকা জরিমানা করেন। এসময় বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে।