ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনি ব্যবস্থা নেবে পাবিপ্রবি প্রশাসন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে পুনরায় কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে পাবিপ্রবি ক্যাম্পাসকে ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা করে অফিস আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিটি বিভাগ ও দপ্তরে পাঠানো হলেও সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু সংগঠন গোপনে বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন ।

এর আগে, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাকসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান ও ফারহান আরিফ পাবিপ্রবির ক্যাম্পাসে এসে মুক্তমঞ্চের পাশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় পরিচিতি হিসেবে কিছু বই বিতরণ করেন। এ সময় তারা বিএনপির ‘তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং দলের ‘গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ সংবলিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে ৪ নভেম্বর দুপুরে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়ালের কাছে স্মারকলিপি জমা দেয়। এতে তারা ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনি ব্যবস্থা নেবে পাবিপ্রবি প্রশাসন

আপডেট সময় ০৮:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে পুনরায় কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে পাবিপ্রবি ক্যাম্পাসকে ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা করে অফিস আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিটি বিভাগ ও দপ্তরে পাঠানো হলেও সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু সংগঠন গোপনে বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন ।

এর আগে, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাকসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান ও ফারহান আরিফ পাবিপ্রবির ক্যাম্পাসে এসে মুক্তমঞ্চের পাশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় পরিচিতি হিসেবে কিছু বই বিতরণ করেন। এ সময় তারা বিএনপির ‘তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং দলের ‘গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ সংবলিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে ৪ নভেম্বর দুপুরে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়ালের কাছে স্মারকলিপি জমা দেয়। এতে তারা ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।