ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় ভ্যান চালকের টাকা ছিনতাই করলেন রবিন বাহিনী।

পন্য ডেলিভারি দেওয়ার সময় পাবনা জেলার খলিলপুর বাজারে রবিন বাহিনী ভ্যান চালক মোমিনের কাছ থেকে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১৪.১০ ২০২৪ ইং) তারিখ নতুনবাজার মু্ক্তিযোদ্ধা ক্লাবের সামনে রাস্তা ফাঁকা পেয়ে রবিনসহ আরো ৪/৫ জন ব্যক্তি ভ্যান চালক মোমিনের গতিরোধ করে জোরপূর্বক দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী মোমিনের পিতা আব্দুল গফুর আমিনপুর থানায় একটি অভিয়োগ দায়ের করেন।

জানা যায়,আহত ভ্যান চালক মোঃ মোমিন খান(২৯) সুজনগর থানার অন্তর্গত নজিরনগর ইউনিয়নের বুলচন্দ্রপুর গ্রামের মোঃআব্দুল গফুর খানের ছেলে।

অভিযুক্ত রবিন মন্ডল আমিনপুর থানার অন্তর্গত মুরারীপুর গ্রামের সাগরকান্দি ইউনিয়নের হেলাল মন্ডলের ছেলে।

অভিযোগকারী আব্দুল গফুর বলেন,ভ্যান চালক মোমিন প্রতিদিন ভ্যান নিয়ে মালিকের পন্য ডেলিভারি দেওয়ার জন্য খলিল পুর বাজারের উপর দিয়ে যাতায়াত করতেন।

রবিন সহ আরো ৪/৫ জন ব্যক্তি তাহার ভ্যান এর গতিরোধ করে মোমিনের কাছ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করতে গেলে মোমিন চিৎকার করে।

চিৎকার শুনে আশেরপাশে পাশের লোক ছুটে এলে দেখতে পায় আহত মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘাড়ের উপর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করায় সাথে সাথে মাটিতে পড়ে যায়। ছিনতাইকারীরা আহত মোমিনের নিকট হতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে সিএনজি করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসারত ডাক্তার জানান মুমিনের অবস্থা আশঙ্কাজনক।

নাম না জানানো শর্তে কয়েকজন বলেন,

রবিন অনেকদিন যাবৎ কিশোর বাহিনীর নামে কিশোর গ্যাং তৈরি করার চেষ্টা করছেন। ঘটনার পরদিন কিছু বহিরাগত কিশোরদের কে নিয়ে হাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ খলিলুর নতুন বাজারে মহড়া দিয়েছেন।

গত,১৫/১০/২০২৪ইং তারিখে আমিনপুর থানায় আহত মোমিনের বাবা গফুর খান অভিযোগ দায়ের করেন।সেদিন আনুমানিক বিকেল পাঁচটার সময় খলিলপুর নতুন বাজারে অভিযোগকারী গফুর খানের আত্মীয়কে রবিনের বাবা হেলাই মন্ডল লোকজন নিয়ে পথ রুদ্ধ করে এবং তাকে গালি গালাজসহ হাত পা ভেঙ্গে দেয়ার এবং হাত পায়ের রগ কেটে দেয়ার হুমকি প্রদান করে।

তাৎক্ষণিক,আমিনপুর থানাধীন তালিম নগর ফাড়ির পুলিশ উপস্থিত হন এবং বাজারের লোকজন পরিবেশ শান্ত করেন। সাথে সাথে বাদীর পক্ষ থেকে আমিনপুর থানার ওসিকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আমিনপুর থানা অফিসার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি জানান থানায় মামলা হয়েছে। আমরা আসামি ধরার চেষ্টা করছি। সে এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে আছেন। আমরা পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করব এবং আসামীদের বিরুদ্ধে আইনগত গ্রহন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান চালকের টাকা ছিনতাই করলেন রবিন বাহিনী।

আপডেট সময় ১০:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

পন্য ডেলিভারি দেওয়ার সময় পাবনা জেলার খলিলপুর বাজারে রবিন বাহিনী ভ্যান চালক মোমিনের কাছ থেকে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১৪.১০ ২০২৪ ইং) তারিখ নতুনবাজার মু্ক্তিযোদ্ধা ক্লাবের সামনে রাস্তা ফাঁকা পেয়ে রবিনসহ আরো ৪/৫ জন ব্যক্তি ভ্যান চালক মোমিনের গতিরোধ করে জোরপূর্বক দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী মোমিনের পিতা আব্দুল গফুর আমিনপুর থানায় একটি অভিয়োগ দায়ের করেন।

জানা যায়,আহত ভ্যান চালক মোঃ মোমিন খান(২৯) সুজনগর থানার অন্তর্গত নজিরনগর ইউনিয়নের বুলচন্দ্রপুর গ্রামের মোঃআব্দুল গফুর খানের ছেলে।

অভিযুক্ত রবিন মন্ডল আমিনপুর থানার অন্তর্গত মুরারীপুর গ্রামের সাগরকান্দি ইউনিয়নের হেলাল মন্ডলের ছেলে।

অভিযোগকারী আব্দুল গফুর বলেন,ভ্যান চালক মোমিন প্রতিদিন ভ্যান নিয়ে মালিকের পন্য ডেলিভারি দেওয়ার জন্য খলিল পুর বাজারের উপর দিয়ে যাতায়াত করতেন।

রবিন সহ আরো ৪/৫ জন ব্যক্তি তাহার ভ্যান এর গতিরোধ করে মোমিনের কাছ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করতে গেলে মোমিন চিৎকার করে।

চিৎকার শুনে আশেরপাশে পাশের লোক ছুটে এলে দেখতে পায় আহত মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘাড়ের উপর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করায় সাথে সাথে মাটিতে পড়ে যায়। ছিনতাইকারীরা আহত মোমিনের নিকট হতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে সিএনজি করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসারত ডাক্তার জানান মুমিনের অবস্থা আশঙ্কাজনক।

নাম না জানানো শর্তে কয়েকজন বলেন,

রবিন অনেকদিন যাবৎ কিশোর বাহিনীর নামে কিশোর গ্যাং তৈরি করার চেষ্টা করছেন। ঘটনার পরদিন কিছু বহিরাগত কিশোরদের কে নিয়ে হাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ খলিলুর নতুন বাজারে মহড়া দিয়েছেন।

গত,১৫/১০/২০২৪ইং তারিখে আমিনপুর থানায় আহত মোমিনের বাবা গফুর খান অভিযোগ দায়ের করেন।সেদিন আনুমানিক বিকেল পাঁচটার সময় খলিলপুর নতুন বাজারে অভিযোগকারী গফুর খানের আত্মীয়কে রবিনের বাবা হেলাই মন্ডল লোকজন নিয়ে পথ রুদ্ধ করে এবং তাকে গালি গালাজসহ হাত পা ভেঙ্গে দেয়ার এবং হাত পায়ের রগ কেটে দেয়ার হুমকি প্রদান করে।

তাৎক্ষণিক,আমিনপুর থানাধীন তালিম নগর ফাড়ির পুলিশ উপস্থিত হন এবং বাজারের লোকজন পরিবেশ শান্ত করেন। সাথে সাথে বাদীর পক্ষ থেকে আমিনপুর থানার ওসিকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আমিনপুর থানা অফিসার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি জানান থানায় মামলা হয়েছে। আমরা আসামি ধরার চেষ্টা করছি। সে এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে আছেন। আমরা পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করব এবং আসামীদের বিরুদ্ধে আইনগত গ্রহন করা হবে।